#প্যারিস: ৫ লক্ষ ৬০ হাজার বছরের প্রাচীন শিশুর দুধের দাঁত মিলল দক্ষিণ ফ্রান্সের পার্বত্য গুহায়৷ দাঁতগুলির জীবাশ্ম পাওয়া গিয়েছে আরাগো গুহায়৷ গুহাটি স্পেন-ফ্রান্সের সীমান্তে অবস্থিত৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবাশ্মগুলি ৫ বছরের কম বয়সের শিশুর দুধের দাঁতের৷ জীবাশ্মগুলি মানুষেরই দাঁতের তা-ও প্রমাণিত হয়েছে গবেষণাগারে৷ সম্ভবত হোমো হেইডেলবার্গেনসিসের, আধুনিক মানুষ ও হোমো ইরেকটাস পূর্বপুরুষের মিশ্রণ৷
প্রত্নতাত্বিক দলের প্রধান টনি শেভেলিয়ারের কথায়, '৫ থেকে ৬ বছর বয়সের শিশুর দাঁত৷ সব কটিই দুধের দাঁত৷' গবেষকরা এই আবিষ্কার বিরল ও বেনজির আখ্যা দিচ্ছেন গবেষকরা৷ এই দাঁতের জীবাশ্মগুলি সাড়ে ৫ লক্ষ বছর আগে ওই এলাকার মানুষের ব্যবহার ও জীবনধারণের অনেক তথ্য দেবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা৷
ফ্রান্সে এখনও পর্যন্ত আদিম মানুষের যে সব জীবাশ্ম মিলেছে, তার মধ্যে এটাই প্রাচীনতম৷ গবেষকরা মনে করছেন, ৫ থেকে ৬ বছরের মধ্যেই ওই শিশুটি মারা যায়৷ দুধের দাঁতও পড়েনি তখনও৷