Shocking!ভয়ঙ্কর দুর্ঘটনা, চলন্ত নাগরদোলা থেকে পড়ে গেলেন ৫জন! হাড় হিম করা ভিডিও...

Shocking!ভয়ঙ্কর দুর্ঘটনা, চলন্ত নাগরদোলা থেকে পড়ে গেলেন ৫জন! হাড় হিম করা ভিডিও...
Photo Courtesy: Twitter

অনেকটা স্পিডে দুলছিল দোলাটি৷ হঠাৎ...

  • Share this:

#ব্যাঙ্কক: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল থাইল্যান্ডে৷ বিনোদন পার্কে নাগরদোলা চড়তে গিয়ে চলন্ত দোলা থেকেই মুখ থুবড়ে পড়লেন ৫জন! পাইরেটস অব দি ক্যারিবিয়ান থিমে সাজানো হয়েছিল দোলনাটি৷ সেখানে মহানন্দে সকলে উঠেছিলেন আনন্দ পেতে৷ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন দোলাতে৷ অনেকটা স্পিডে দুলছিল দোলাটি৷ হঠাৎ ওপর থেকে নিচে নামার সময় ৫জন হঠাৎ নিজেদের ভারসাম্য হারিয়ে পড়ে যায়৷ সামনে থাকা রেলিংও ছিল বেশ নড়বড়ে৷ ফলে সেই রেলিং ঠেলে বাইরে মাঠে পড়ে যান তারা৷ এমন ঘটনা ঘটতেই সকলে হতবাক হয়ে পড়ে৷ সঙ্গ সঙ্গে বন্ধ করে দেওয়া হয় নাগরদোলাও৷ ভিডিওটি দেখে বেশ ভয় লাগবে৷ কারণ বিভিন্ন সময় অনেকেই এমন নাগরদোলা চড়ে থাকেন৷ এবং সেখান থেকে এমন ঘটনা ঘটলে বেশ ভয়ই লাগবে৷ দেখুন-

First published: 04:45:53 PM Dec 04, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर