Home /News /international /
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ ! মৃত ৩০, আহত শতাধিক

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ ! মৃত ৩০, আহত শতাধিক

representative image

representative image

 • Share this:

  #ইতালি: তখন সকাল সাড়ে এগাড়োটা! উত্তর–পশ্চিম ইতালির জেনোয়া শহরে সেতু মৃত ৩০ জন। জানা গিয়েছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোটরওয়ের একটি স্তম্ভ ভেঙে পড়ে। ফলে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুর মাঝের অংশটি। সেইসময় বেশ কিছু গাড়ি এবং পণ্যবাহী ট্রাক সেতু পার হচ্ছিল। সেতুর মাঝে অংশ ভেঙে পড়ায় সেগুলি প্রায় ২৯৫ ফুট নিচে পড়ে যায়। ১৯৬০ সালে তৈরি মোরান্ডি নামের ওই সেতুটি ইতালীয় রিভিয়েরা আর দক্ষিণ ফ্রান্স সৈকতের মধ্যে সংযোগ রক্ষাকারী এ–১০ হাইওয়ের একটি অংশ।

  জেনোয়া প্রশাসন প্রাথমিকভাবে জানিয়েছে ২২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়! ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সাসপেনশন ব্রিজটির মাঝের ভারবহনকারী একটি স্তম্ভ প্রবল বৃষ্টির মধ্যে ভেঙে পড়ছে। পুলিশ জানিয়েছে, তুমুল বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে সেতুর উপর বাজ পড়েছিল। নিচেই রেল লাইন। সেতুর ভাঙা অংশগুলো রেলপথের ওপরে পরে।

  First published:

  Tags: 30 died, Bridge Collapse, International News, Italy

  পরবর্তী খবর