#ওটাওয়া: এক ভদ্রলোকের ২৭ জন স্ত্রী এবং ১৫০ সন্তান! না কোনও আজগুবি গল্প কথা নয়৷ একেবার ঘোর বাস্তব৷ ৬৪ বছর বয়সী কানাডার বিখ্যাত বহুগামী ব্যক্তি উইনস্টন ব্ল্যাকমোর-এর পরিবারের কেচ্ছা কাহিনী এটা৷ আর যা ফাঁস করেছেন স্বয়ং ব্ল্যাকমোরের তিন ছেলে৷
১৯ বছরের মার্লিন ও তাঁর দুই ভাই ( ১৯ বছরের ম্যুরে ও ২১ বছরের ওয়ারেন) সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছেন৷ মার্লিন টিকটকে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, "বছরের পর বছর এই নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, আমি এখন সেই জায়গায় আছি৷ বিশ্বকে জানাব আমাদের কথা৷"
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে এক বিরাট বাড়িতেই ব্ল্যাকমোরের সকল স্ত্রী এবং সন্তান-সন্ততিরা এক সঙ্গেই থাকেন৷ ছেলে-মেয়েরা নিজেদের জন্য তৈরি আলাদা স্কুলে পড়াশোনা করে৷ এমনকী বাড়ির মধ্যেই রয়েছে 'মোটেল হাউস'৷ সেখানে দল বেঁধে থাকে সকল কিশোর-কিশোরী৷এই বাড়িতে আর পাঁচটা পরিবারের মতোই সকলের জন্মদিন পালন করা হয়, 'থ্যাঙ্কগিভিং' পার্টিও হয়, কিন্তু এসবের জন্য ভাড়া করা হয় বিরাট হল ঘর৷
ওয়ারেন আরও বলছেন, "তিনটি ভিন্ন বোনের দুটি দল ছিল এবং অন্য পরিবারের চারটি ভিন্ন বোনের চারটি দল ছিল তাঁদের।" মার্লিন নিজেকে একই দিনে জন্মগ্রহণকারী 'ট্রিপলেট' বলেই মনে করেন৷ পরিবারের অন্য দুই সদস্যের, যাঁদের আলাদা মা রয়েছে, আর মারে আরও ১২ ভাই-বোনের সঙ্গে এক বছরেই জন্মান, যাঁদের সবার নাম "এম" অক্ষর দিয়ে৷
মার্লিন এবং তাঁর বাবার এখন আর সম্পর্ক নেই। ২০১৭ সালে,ব্ল্যাকমোরের বিরুদ্ধে বহুবিবাহের অভিযোগে ওঠে এবং মাস ছয়েক গৃহবন্দী থাকেন তিনি৷ মার্লিন ও তাঁর দুই ভাই ওই সম্প্রদায় ছেড়ে বেরিয়ে এসেছে৷ কিন্ত ভাই-বোনরা এক জায়গায় হলে তাঁরা আসেন৷ এখনও সুসম্পর্ক রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।