হোম /খবর /বিদেশ /
বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল নীতি, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ১৭টি স্টেটের

বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল নীতি, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ১৭টি স্টেটের

আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানই জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিভাসন নীতি হল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক৷

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) আগেই পদক্ষেপ করেছিল৷ এ বার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেট৷ সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, বিদেশি ছাত্রদের কিছু ক্লাস অফলাইনে করতে হবে৷ বিদেশি ছাত্র-ছাত্রীরা পুরোটাই অনলাইনে ক্লাস করলে স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে৷ তাঁদের নিজেদের দেশে ফিরে যেতে হবে৷

প্রসঙ্গত, আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানই জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিভাসন নীতি হল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক৷

১৭টি স্টেটের ওই মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিল, তার কোনও ব্যাখ্যা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করছে না৷ এটি একটি অবিবেচকের মতো নীতি৷ ট্রাম্প প্রশাসন প্রশাসনিক প্রক্রিয়া আইন লঙ্ঘন করছে৷

বস্টনে আদালতে মামলা দায়ের করা হয়েছে৷ মামলা করেছে ক্যালিফোর্নিয়া স্টেটও৷ হার্ভার্ড ও ম্যাসাচুসেটস অফ টেকনোলজি-র দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Donald Trump