#ওয়াশিংটন: হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) আগেই পদক্ষেপ করেছিল৷ এ বার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেট৷ সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, বিদেশি ছাত্রদের কিছু ক্লাস অফলাইনে করতে হবে৷ বিদেশি ছাত্র-ছাত্রীরা পুরোটাই অনলাইনে ক্লাস করলে স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে৷ তাঁদের নিজেদের দেশে ফিরে যেতে হবে৷
প্রসঙ্গত, আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানই জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিভাসন নীতি হল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক৷
১৭টি স্টেটের ওই মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিল, তার কোনও ব্যাখ্যা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করছে না৷ এটি একটি অবিবেচকের মতো নীতি৷ ট্রাম্প প্রশাসন প্রশাসনিক প্রক্রিয়া আইন লঙ্ঘন করছে৷
বস্টনে আদালতে মামলা দায়ের করা হয়েছে৷ মামলা করেছে ক্যালিফোর্নিয়া স্টেটও৷ হার্ভার্ড ও ম্যাসাচুসেটস অফ টেকনোলজি-র দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump