#সোয়াট: খনন-কাজ চলছিল ৷ তারপরেই মিলল এক প্রাচীণ হিন্দু মন্দিরের সন্ধান ৷ দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের সোয়াট জেলায় সম্প্রতি খোঁজ মিলেছে ১৩০০ বছরের পুরনো এক বিষ্ণু মন্দিরের ৷ পাহাড়ের গায়ে প্রাচীন এই মন্দিরের সন্ধান পেয়েছেন ভূতত্ত্ববিদরা ৷
যদিও আগের থেকে খবর পেয়ে ওই এলাকায় খনন কাজ শুরু হয়নি ৷ শ্রমিকরা মাটি খোঁড়ার সময়ে কোনও একটি ভারী জিনিসের উপর আঘাত করে তাদের কোদাল ৷ এরপরেই ভূতত্ত্ববিদদের সেখানে ডেকে পাঠানো হয় ৷ খোদাইয়ের কাজ তারপর শুরু হলে অল্প সময়ের মধ্যেই সন্ধান মেলে প্রায় ১৩০০ বছরের পুরনো বিষ্ণু মন্দিরের ৷
1300 years old Hindu Temple of Lord Vishnu discovered in Swat district of Pakistan. Said to be the first temple of Gandhara civilisation. #Hindu #Temple pic.twitter.com/9F1zPQJMf5
— SS (@Samster1216) November 22, 2020
খাইবার পাখতুংখাওয়ার ভূতত্ত্ব বিভাগের ফাজলে খালিক এই আবিষ্কারের কথা ঘোষণা করেন ৷ খনন কাজ ঠিকঠাকভাবে শেষ হওয়ার পর মন্দিরটি যে বিষ্ণু মন্দির, সে ব্যাপারে নিশ্চিত হন খালিক ৷ তিনি জানান, প্রায় ১৩০০ বছর আগে পূর্ব আফগানিস্তান ও কাবুল উপত্যকা হিন্দু রাজার অধীনে ছিল। তখনই তৈরি হয়েছিল এই মন্দির।
মন্দিরের পাশাপাশি আরও অনেক কিছুর সন্ধান মিলেছে এখানে ৷ একটি ওয়াচ টাওয়ারও খুঁজে পেয়েছেন ভূতত্ত্ববিদরা ৷ খোঁজ মিলেছে সেই সময়কার জলাশয় এবং স্নানাগারেরও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan