#প্যারিস: ফ্রান্সের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ নর্মান্ডি এলাকায় বারে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩জনের ৷ আহতের সংখ্যা ৬ ৷ জানা গিয়েছে, সেই সময় বারে উপস্থিত লোকজনেরা বেশিরভাগই অল্পবয়সি ছেলেমেয়ে ছিল ৷ সেদিন তারা জন্মদিনের পার্টি করতে গিয়েছিলেন বারে ৷
#Rouen : Explosion dans un premier temps et incendie dans le bar "Le Cuba Libre". Au moins 13 morts. pic.twitter.com/vWVk04pcao
— Betty De Beketch (@betty_debeketch) August 6, 2016
জানা গিয়েছে, জন্মদিনের পার্টি চলাকালীন মধ্যরাতে আগুনটি লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ ঘটনাস্থল থেকে ১৩জনের মৃতদেহ উদ্ধার করেছে দমকল ৷
Dans un bar de #Rouen la soirée d'anniversaire tourne au drame 13 morts et 1 blessés dans l'incendie d'un bar pic.twitter.com/uNR05x4Jkt — frederic veille (@fredveille) August 6, 2016
প্রায় ৫০ জন দমকলকর্মী আধঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
Explosión accidental de bar en Rouen, Francia deja al menos 13 personas muertas y 6 heridos pic.twitter.com/Fe9J5xGjNa — @AereoMeteo (@AereoMeteo) August 6, 2016
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ৷ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বিস্ফোরণের কোনও আওয়াজ শোনা যায়নি বলে জানা গিয়েছে ৷ কেকের ওপর জ্বলতে থাকা মোমবাতি থেকে আচমকা আগুন লেগে যায় বলে অনুমান করা হচ্ছে ৷ জানা গিয়েছে বারের সিলিংটি তুলনায় একটু নীচু ছিল ৷ আচমকা মোমবাতির আগুনের শিখা বেড়ে যাওয়ায় তা সিলিং ছুঁয়ে ফেলে ৷ এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পরতে থাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 13 youths die in devastating bar fire, Bengali News, ETV News Bangla, Fire Tenders, Massive Fire Breaks Out In France Bar