#বেজিং: ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির প্রথমদিনেই চিনকে চেপে ধরল বিশ্বের ১২০টি দেশ৷ করোনার উৎপত্তি নিয়ে সব সঠিক তথ্য জানানোর দাবি করা হল৷ বেজিং থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া চিনা প্রেসিডেন্ট জানালেন যে তিনি তৈরি সব তথ্য তুলে ধরতে৷ তিনি আরও জানান যে. করোনা নিয়ে এতদিন যে সব তথ্য চিন জানিয়েছে তাতে কোনও দ্বন্দ্ব নেই৷ দায়িত্বশীল দেশ হিসেবে নিজেদের কর্তব্য তারা পালন করেছে৷
কোথা থেকে করোনা ভাইরাসের উৎপত্তি তা জানতে একাট্টা হয়েছে একাধিক দেশ৷ ইউরোপীয় ইউনিয়ানের রেজলিউশনের মাধ্যমে এই নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইছে ১২০টি দেশ, যার মধ্যে রয়েছে ভারতও৷ এছাড়াও করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে৷ যদিও এ নিয়ে কোনও সময়সীমার উল্লেখ করা হয়নি খসড়ায়৷
এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্জি জানানো হয়েছে করোনা উৎপত্তি ও মানব দেহে তার প্রবেশ কীভাবে, সেই তথ্যের খোঁজ চালিয়ে যেতে৷
এরই মধ্যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি তাইওয়ানের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছে৷ এবং জানানো হয়েছে যে গোটা তদন্তে পর্যবেক্ষক রূপে থাকবে তারা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus, COVID19