হোম /খবর /বিদেশ /
১২০টি দেশের চাপে কোণঠোসা চিন, করোনা নিয়ে সব তথ্য দিতে রাজি শি জিনপিং

১২০টি দেশের চাপে কোণঠোসা চিন, করোনা নিয়ে সব তথ্য দিতে রাজি শি জিনপিং

Photo Collected

Photo Collected

চিনা রাষ্ট্রপতি জানিয়েছেন যে দায়িত্ব নিয়ে সব তথ্য সঠিকভাবে তুলে ধরেছেন৷ তথ্য নিয়ে কোনও গোপনীয়তা করেননি৷

  • Last Updated :
  • Share this:

#বেজিং: ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির প্রথমদিনেই চিনকে চেপে ধরল বিশ্বের ১২০টি দেশ৷ করোনার উৎপত্তি নিয়ে সব সঠিক তথ্য জানানোর দাবি করা হল৷ বেজিং থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া চিনা প্রেসিডেন্ট জানালেন যে তিনি তৈরি সব তথ্য তুলে ধরতে৷ তিনি আরও জানান যে. করোনা নিয়ে এতদিন যে সব তথ্য চিন জানিয়েছে তাতে  কোনও দ্বন্দ্ব নেই৷ দায়িত্বশীল দেশ হিসেবে নিজেদের কর্তব্য তারা পালন করেছে৷

কোথা থেকে করোনা ভাইরাসের উৎপত্তি তা জানতে একাট্টা হয়েছে একাধিক দেশ৷ ইউরোপীয় ইউনিয়ানের রেজলিউশনের মাধ্যমে এই নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইছে ১২০টি দেশ, যার মধ্যে রয়েছে ভারতও৷ এছাড়াও করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে৷ যদিও এ নিয়ে কোনও সময়সীমার উল্লেখ করা হয়নি খসড়ায়৷

এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্জি জানানো হয়েছে করোনা উৎপত্তি ও মানব দেহে তার প্রবেশ কীভাবে, সেই তথ্যের খোঁজ চালিয়ে যেতে৷

এরই মধ্যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি তাইওয়ানের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছে৷ এবং জানানো হয়েছে যে গোটা তদন্তে পর্যবেক্ষক রূপে থাকবে তারা৷

Published by:Pooja Basu
First published:

Tags: China, Coronavirus, COVID19