Home /News /international /
পদবী ট্রাম্প, সহপাঠীদের হাতে নিগৃহীত ছাত্র !

পদবী ট্রাম্প, সহপাঠীদের হাতে নিগৃহীত ছাত্র !

Photo: Instagram

Photo: Instagram

 • Share this:

  #ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনওদিন কোনওকালে কোনও সম্পর্কই নেই ৷ তবুও শুধুমাত্র পদবী ‘ট্রাম্প’হওয়াতেই সহপাঠীদের হাতে হেনস্থা হতে হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে ৷

  শুধুমাত্র হেনস্থাই নয় ৷ জোশুয়া ট্রাম্প নামে ওই ছাত্রকে শারীরিক নির্যাতনও করা হয়েছে ৷ আর এই ঘটনার খবর কানে যেতেই রেগে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ ব্যবস্থাও গ্রহণ করেছেন তিনি ৷

  আজ মঙ্গলবার হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পর্বের ভাষণ ছিল স্টেট অফ ইউনিয়নে ৷ আর সেখানেই ছোট্ট জোশুয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন মেলানিয়া ৷

  হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে একথা জানিয়ে বলা হয়েছে, আমেরিকার বায়ুসেনার সদস্য কোডি জোশুয়ার আদর্শ। বিজ্ঞান, কলা, এবং ইতিহাসপ্রিয় জোশুয়া পশুপ্রাণী ভালোবাসে। আগামী দিনে প্রাণীজগৎ নিয়েই পড়াশোনা করতে চায় সে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। স্টেট অফ ইউনিয়নের বার্ষিক ভাষণের সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং কংগ্রেসের ৫৩৫ সদস্য নিজেদের কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারেন।

  First published:

  Tags: Bizzare, Donald Trump, US president

  পরবর্তী খবর