#কাঠমাণ্ডু: ভয়াবহ বৃষ্টি আর তার জেরে ধস। নেপালের শাঙ্খুওয়াসাভা জেলা আটটি বাড়ি ধুয়েমুছে সাফ হয়ে গেল। এখনও পর্যন্ত অন্তত ১১ জন মানুষ নিখোঁজ হয়েছেন। গত তিন চার দিনে নিখোঁজ হওয়া অসংখ্য মানুষের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। সতর্ক করা হয়েছে নেপালের সেনাবাহিনীকেও। সেনা সূত্রে খবর, আবহাওয়া পরিষ্কার হলেই তল্লাশি অভিযান শুরু হবে হেলিকপ্টারে।
প্রায় চার পাঁচ দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে নেপালে। বানভাসি নারায়ণী-সহ একাধিক বড় নদী। শনিবারও নেপালের পশ্চিম প্রান্তে ১৫ জন মারা যান ধসের ফলে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মৃতেরা সকলেই মগদি জেলার অধিবাসী।
নেপালে শুক্রবারই উদ্ধারকার্য শুরু করেছিল সেনা ও পুলিশের যৌথবাহিনী। ওইদিন ২২ জনের প্রাণ যাওয়ার পর নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। পোখরার শাঙ্খুওয়াসাভায় ত্রাণ নিয়ে পৌঁছয় বাহিনী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nepal