#মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এবার আজব একটা মন্তব্য করে বসলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ৷ আর সেটাও আবার সচিন তেন্ডুলকর প্রসঙ্গে ৷ কোনও রাখঢাক না করেই তিনি বলেন, সচিন মুম্বইয়ের নয়, আদতে গোয়ার ভূমিপুত্র ৷ যাদের নাম ‘কর’ দিয়ে শেষ হয়, তাঁরা আসলে গোয়ার মানুষ ৷
শুধু সচিনই নন, মঞ্জরেকর, গাভাস্কর, বেঙ্গসরকর, আগরকরের মত প্রাক্তন ভারতীয় তারকারা প্রত্যেকেই নাকি গোয়ার বাসিন্দা ৷ এক অনুষ্ঠানে সম্প্রতি পারিক্কর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের সেরা ক্রিকেটাররাই ‘কর’ পদবীযুক্ত। তাঁরা প্রত্যেকেই আসলে গোয়ার। চার শতক পূর্বে পর্তুগিজরা এদের পূর্বপুরুষদের তাড়িয়ে দিয়েছিল। ওরা হয়তো গোয়া জন্মাননি। তবে ওরা জিনগতভাবে গোয়ার।’’