ভারত: ৭৪/৫
দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোর
#কলকাতা: প্রথম দিনের পর দ্বিতীয় দিন। ফের ভিলেন বৃষ্টি। খেলা হল মাত্র ২১ ওভার ৷ সেইসঙ্গে আবার লঙ্কা বোলিংয়ের সামনে বেসামাল ভারতীয় ব্যাটিং। ভারতের স্কোর ৫ উইকেটে ৭৪।
রাহানে, অশ্বিনরা ব্যর্থ হলেও ৪৭ রানে অবিচল পূজারা। সঙ্গে ক্রিজে সাবধানী ঋদ্ধিমান। এদিন লকমল উইকেট না পেলেও বিরাটদের মিডল-অর্ডারে কাঁপুনি ধরালেন দাসুনা শানাকা। লাঞ্চের আগেই তুলে নিলেন রাহানে, অশ্বিনকে।
কিন্তু আবার সেই বৃষ্টি। এবার আর থামল না। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের সব আশায় জল। নাগাড়ে বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা বাতিল করতে বাধ্য হন দুই আম্পায়ার। বৃহস্পতিবার ১১.৫ ওভার খেলা হয়েছিল ৷ এদিন হল একটু বেশি, ২১ ওভার ৷ শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতির পূর্বাভাস রয়েছে ৷ তাই প্রথম দু’দিনের মতো খেলা পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম ৷