#নাগপুর: অপ্রতিরোধ্য ভারত অধিনায়ক কোহলি ৷ একের পর এক রেকর্ড ভেঙে চুরমার ৷ কোহলির পঞ্চম ডাবল সেঞ্চুরি। টপকালেন গাভাসকরকে। বিরাট বিক্রমে নাগপুর টেস্টে চালকের আসনে ভারত। হয়ত এগিয়ে এসে মারতে না গেলে এদিন শ্রীলঙ্কার কোনও বোলারের তাঁকে আউট করার সাধ্য ছিল না ৷
রেকর্ডভাঙা ডাবল আর কামব্যাকে জোড়া শতরান। ব্যাট বলের লড়াইয়ে বিরাট দিনভর মেতেছিলেন রেকর্ড ভাঙা-গড়ার লড়াইয়ে ৷ নাগপুর টেস্টে তৃতীয় দিনেও শাসনভার কোহলির ভারতের হাতে। স্বয়ং অধিনায়ক রবিবার একের পর এক শৃঙ্গ পেরোলেন জামথার ২২ গজে।
গাভাসকরকে টপকে এদিনই ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি একডজন সেঞ্চুরি করে ফেললেন বিরাট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে চলতি বছরে এটি ছিল দশম শতরান। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ১০টি শতরানের নজিরও গড়লেন ভারতীয় দলের অন্যতম স্টার প্লেয়ার কোহলি। পিছনে ফেললেন পন্টিং, স্মিথদের।
তবে টেস্টে ১৯-তম আর আন্তর্জাতিক কেরিয়ারে ৫১-তম সেঞ্চুরি হয়ে যাওয়ার পরেও থামেনি বিরাট শাসন। লঙ্কা বোলিংকে নিয়ে ছেলেখেলা করে ২১৩ রানে থামেন ভারতীয় অধিনায়ক। টেস্টে এই এদিনই এল তাঁর পঞ্চম ডাবল সেঞ্চুরি। সবকটাই অধিনায়ক হিসেবে। ডাবলের খাতায় ডন ব্র্যাডম্যানকে পেরিয়ে, গাভাসকরকে টপকে ছুঁলেন দ্রাবিড়কে। সামনে শুধু সচিন আর সেহওয়াগের হাফডজন দুশো টপকানোর হাতছানি।
শুধু রেকর্ড ভাঙা গড়াই নয় ভাগ বসালেন কিংবদন্তী ব্রায়ান লারার রেকর্ডেও ৷ অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পাঁচবার দ্বিশতরান করার রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা ৷
একই ইনিংসে চারজন ব্যাটসম্যানের তিন অঙ্কের রানের নজির খুব বেশি নেই ভারতীয় ক্রিকেটে। বিরল সেই কীর্তি দেখার সৌভাগ্যটা নাগপুরের হল। শতরান পূজারা, রোহিতের ব্যাটেও। ৬০০-র পাহাড়ে ডিক্লেয়ার ভারতের। শেষ ২ দিন হার বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কা। পূজারা ১৪৩ রানে থামার পরেও আতসবাজির অভাব ছিল না। শেষ বিকেলে চারবছর পর এল সিভিল লাইন্সের ঘরের ছেলে রোহিতের ব্যাটে সেঞ্চুরি। মুরলি বিজয়ের পর আরও একজন ব্যাটসম্যান টেস্ট আঙিনায় কামব্যাকটা স্মরণীয় করে রাখলেন অপরাজিত ১০২ রানে।
ভারত ৬ উইকেটে ৬১০ রানের পাহাড়ে চড়ে দান ছাড়ার আগেই অবশ্য আত্মসমর্পণ করে ফেলেছিল লঙ্কা বোলিং। লাকমল, শনকা, দিলরুয়ান সবাই একশোর বেশি রান দিলেন। দিলরুয়ান একাই দিলেন ২০২। ৪০৫ রানে পিছিয়ে পড়া শ্রীলঙ্কার দিনটা আরও করুণভাবে শেষ হল শূন্য রানে সমরবিক্রমের বিদায়ে।