299/4 Overs, 90.0 R/R,
স্টিভ স্মিথ ব্যাটিং -117
ম্যাক্সওয়েল ব্যাটিং- 82
উমেশ যাদব- 2/63
#রাঁচি: প্রথম দিনে ১৪০ রানে ৪ উইকেট হারিয়েও স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে ভর দিয়ে অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া ৷ স্মিথ অপরাজিত ১১৭ রানে ও ম্যাক্সওয়েল অপরাজিত ৮২ রানে ৷
বৃহস্পতিবার দিনের শুরুটা খুব একটা ভাল হল না ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে বেশি সময় নেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ ৷ ভারতীয় দলে মাত্র একটা পরিবর্তন হলেও অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন ঘটেছে ৷ ক্যাঙারুদের প্রথম একাদশে এই টেস্টে সুযোগ পেয়েছেন প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ অন্যদিকে ওপেনিং স্লটে একমাত্র পরিবর্তন ভারতীয় দলে ৷ বেঙ্গালুরুতে চূড়ান্ত ব্যর্থ অভিনব মুকুন্দের জায়গায় দলে ফিরে এসেছেন ওপেনার মুরলী বিজয় ৷
ব্রেন ফেড। ১৪০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নতুন শব্দের জন্ম দিয়েছিল বেঙ্গালুরু। সেই শব্দ ভুলে গুরু মহেন্দ্র সিং ধোনির রাঁচি থেকে নতুন করে শুরু করতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বিরাটের দাবি, ধরমশালা যাওয়ার আগে খনির শহর থেকেই সিরিজে লিড চায় ভারত। তাই বেঙ্গালুরু বিতর্ক ভুলে ক্রিকেটে ফোকাস করতে চান তিনি।
আজ, বৃহস্পতিবার টেস্টে অভিষেক হচ্ছে রাঁচির। নতুন মাঠের নতুন পিচ। ইতিমধ্যেই ঝাড়খণ্ড কর্তারা দাবি করেছেন, পুণে হবে না তাঁদের মাঠ। বিরাটের দাবি, পিচ ছাড়াও আরও অনেক কিছু থাকে, যা টেস্ট ক্রিকেটকে রোমাঞ্চকর করে। সেই রোমাঞ্চের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। যার শুরু হতে পারে নতুন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দুই অধিনায়ককে নিয়ে বৈঠকের মধ্যে থেকেই।