#মুম্বই: প্রথম ত্রৈমাসিকে জিও-র অসাধারণ সাফল্যে মুনাফা বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আগামী ত্রৈমাসিকেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি।
তিনি জানান, পেট্রোকেমিক্যাল ব্যবসায় দারুণ সাফল্য মিলেছে রিলায়েন্সের। লাভের মুখ দেখেছে নতুন প্রকল্পও। রিটেল ব্যবসাতেও লাভ করেছে রিলায়েন্স। বিশ্ব পালটাচ্ছে, ডিজিটাল হচ্ছে। ভারতও পিছিয়ে নেই। এই দেশও ডিজিটাল হওয়ার জন্য প্রস্তুত। তাই আগামী প্রজন্মের কাছে ডেটা পৌঁছে দিচ্ছে জিও। জিও-র সাফল্য প্রমাণ করে যে সাধারণ মানুষের কাছে ডেটার চাহিদা আছে। আমরা নিশ্চিত ভারতের অর্থনীতির উন্নতিতে সাহায্য করবে জিও। বিশ্বমানের পরিকাঠামোর লক্ষে 'মাল্টি লেয়ারড ডিজিটাল সার্ভিস'-এর দিকেও নজর দিচ্ছে রিলায়েন্স ৷