#বার্মিংহ্যাম: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে এতদিন একচ্ছত্র কর্তৃত্ব বজায় রেখেছে ভারত ৷ কিন্তু আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু ভারত জিতেছে, তা কিন্তু নয় ৷ কারণ ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রত্যেকবারই পাকিস্তানকে হারাতে মেন ইন ব্লু’রা সফল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কিন্তু এগিয়ে পাকিস্তান ৷ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হয়েছে দু’দল ৷ সেখানে একবার ভারত জিতলেও বাকি দু’বার শেষ হাসি হেসেছে পাকিস্তানই ৷
রবিবার বার্মিংহ্যামে ভারত-পাকিস্তান মহারণ ৷ সীমান্তে সন্ত্রাস পরিস্থিতি এখন আরও গম্ভীর ৷ দু’দেশের সম্পর্কও ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে ৷ এই অবস্থায় ভারত-পাক দু’দেশই চাইবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে ৷ বার্মিংহ্যামে এর আগেও দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ ২০০৪ সালে পাকিস্তান জিতলেও ২০১৩ সালে শেষবার ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত ৷
ভারত-পাক মহারণ
ম্যাচ - ১২৭
ভারতের জয় - ৫১
পাকিস্তানের জয় - ৭২
অমিমাংসিত - ৪
আইসিসি টুর্নামেন্ট
বিশ্বকাপ
ম্যাচ -৬
ভারত - ৬
পাকিস্তান - ০
টি ২০ বিশ্বকাপ
ম্যাচ - ৫
ভারত - ৫
পাকিস্তান - ০
চ্যাম্পিয়ন্স ট্রফি
ম্যাচ - ৩
ভারত - ১
পাকিস্তান - ২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক পরিসংখ্যান
১. চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০৪ - বার্মিংহ্যাম
ভারত - ২০০ পাকিস্তান ২০১/৭
পাকিস্তান ৩ উইকেটে জয়ী
২. চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০৬ - সেঞ্চুরিয়ন
ভারত - ২৪৮ পাকিস্তান - ৯/৩০২
পাকিস্তান ৫৪ রানে জয়ী
৩. চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ - বার্মিংহ্যাম
ভারত - ১০২/২ (২০) পাকিস্তান - ১৬৫ (৩৯.৪)
ভারত ৮ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি)