ICC ODI Ranking : দুরন্ত ভারত , ক্রিকেটারদের তালিকায় দাপট কোহলি-বুমরাহের

ICC ODI Ranking :  দুরন্ত ভারত , ক্রিকেটারদের তালিকায় দাপট কোহলি-বুমরাহের
Photo Courtesy - BCCI / Twitter Handle
  • Share this:

#দুবাই: একের পর এক সিরিজ জিতে চলেছে টিম ইন্ডিয়া ৷ তারমধ্যেই বা বরং বলা ফভালো তার জন্যেই এল সুখবর ৷ ICC  -র একদিনের ক্রমতালিকায় দু‘নম্বরে উঠে এল ভারতীয় ক্রিকেট দল ৷

অন্যদিকে বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ নিজের নিজের চার্টে সেরা স্থান ধরে রাখলেন ৷ ভারতীয় দল ১২২ পয়েন্ট নিয়ে ICC ODI Ranking-এ দ্বিতীয় স্থানে উঠে এল ৷ ভারতের সামনে শুধু রয়েছে ইংল্যান্ড (১২৬ পয়েন্ট) পেয়েছে ৷

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করে মহেন্দ্র সিং ধোনি ওডিআই র‍্যাঙ্কিং-এ তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে এসেছেন ৷ এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজে ট্রেন্ট বোল্ট ১২ উইকেট নিয়ে বোলারদের তালিকার ৩ নম্বরে উঠে এলেন ৷

আরও পড়ুন - ‘ স্টাম্পের পিছনে ধোনি থাকলে ক্রিজ ছেড়ে বেরোবেন না...’ ট্যুইট আইসিসি-র

২০১৬ সালে ট্রেন্ট বোল্ট আইসিসি ক্রমতালিকার এক নম্বরে ছিলেন ৷ এখন আবার তিন নম্বরে এলেন ৷ তাঁর সামনে শুধু বুমরাহ ও রশিদ খান ৷

 
First published: February 4, 2019, 4:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर