হাওড়া: স্যানিটারি ন্যাপকিন ব্যবহার থেকে অনেকটা দূরে বহু মহিলা। এমন বহু মহিলা রয়েছেন পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বার তাঁদের জীবনে বেশ কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরাসরি তাঁদের কাছে পৌঁছে যাবেন। নতুন ভাবে অর্থনৈতিক দিশা পেতে চলেছে গঙ্গাধরপুর প্রীতিলতা সংঘ। মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন ভাবে উদ্যোগী সরকার।২০১১ সালের পর থেকে বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের দারুণ ভাবে পরিবর্তন দেখা দিয়েছে। সরকারি উদ্যোগে মহিলারা বর্তমানে বিভিন্ন ভাবে স্বনির্ভর। স্বনির্ভরতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে শামিল তাঁরা। এ বার পাঁচলা প্রীতিলতা সংঘের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়। সরকারি উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন দেওয়া হল প্রীতিলতা সংঘে। ইতিমধ্যেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এতে মহিলারা দারুণ ভাবে মনোযোগী। এর মাধ্যমে গোষ্ঠীর বেশ কিছু মহিলার কর্মসংস্থান হবে।
আরও পড়ুন: ঝিনুকের মধ্যে মুক্ত নয়, বেরিয়ে এল একের পর এক দেবদেবীর মূর্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন: সেনার অনুশীলন চলাকালীন হাতির মৃত্যু, বন্যপ্রাণ সংরক্ষণে সেনা ও বন দফতরের বিশেষ বৈঠকএক দিকে যেমন মহিলারা স্বনির্ভর। অন্য দিকে বহু পিছিয়ে পড়া মহিলাকে নতুন পথ দেখানো হচ্ছে। আশা করা হচ্ছে, এই কর্মসূচির মাধ্যমে পাঁচলা ব্লকের মহিলাদের কাছে অনন্য নজির রাখবে প্রীতিলতা সংঘ। বর্তমানে বহু নামীদামি কোম্পানির স্যানিটারি ন্যাপকিন বাজারে রয়েছে। তাদের সঙ্গে পাল্লা দেওয়া কোন অংশেই অসাধ্য বলে মনে করছেন না তাঁরা।
প্রোডাক্ট উৎপাদন থেকে মার্কেটিং, সমস্ত ক্ষেত্রেই অকল্পনীয় ভূমিকা রাখবে মহিলারা, আশাবাদী সংঘের সম্পাদিকা কাকলি দাস। স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, জিনিস তৈরি থেকে শুরু করে সেগুলি ব্যবহার উপযোগী মানুষের কাছে পৌঁছে দেওয়া, স্যানিটারি ন্যাপকিন তৈরির সম্পূর্ণ কর্মসূচি মহিলাদের দ্বারা পরিচালিত হবে।রাকেশ মাইতিনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Howrah news