হোম /খবর /হাওড়া /
বাড়ছে বেতের আসবাবের চাহিদা! শৌখিন জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে খরচ কত, জেনে নিন

Howrah News: বাড়ছে বেতের আসবাবের চাহিদা! শৌখিন জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে খরচ কত, জেনে নিন

X
ঘর [object Object]

Howrah News: বর্তমান সময়ে শৌখিন কারুকার্যের দিকে মানুষ ঝুঁকছে। সেই চাহিদা মতো বেতের আসবাবপত্রেরও চাহিদা বেশ ভাল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    হাওড়া: শৌখিন নিত্যনতুন ডিজাইনের আসবাবপত্রের চাহিদা ইদানীং বেশ বেড়েছে। যা ঘর সাজানোর জন্য় দারুণ উপযোগী। ছোট টুল থেকে চেয়ার টেবিল সোফা টি টেবিল, এমনকী বাড়ির ঠাকুরের সিংহাসন, খাট, গার্ডেন চেয়ার,  বাড়িতে সাজাতে কমবেশি প্রয়োজন সবই। চাহিদা মতো বুঝিয়ে বলতে পারলেই সেই মতো জিনিস তৈরি করা সম্ভব বেতের সাহায্যে। নজরকারা বেতের কারুকার্য রয়েছে আসবাবপত্রে। বেতের তৈরি আসবাবপত্র দেখতে বেশ সুন্দর, কাঠের তুলনায় হালকা। ব্যবহারে বেশ আরামদায়ক ও টেকসই।বেতের এই সমস্ত তৈরি জিনিস হাওড়া কলকাতার পাশাপাশি ভিনরাজ্যেও গিয়ে থাকে। কাঁচামাল হিসাবে বেত আসে অসম থেকে। বেতকে বিভিন্ন আকার দেওয়া। আগুনের তাপ দিয়ে বাঁকিয়ে বিভিন্ন কারুকর্য তৈরি হয়। গড়ে ওঠে আকর্ষণীয় আসবাবপত্র। বিভিন্ন চেয়ার টেবিল থেকে শুরু করে সোফা এবং আরও অন্য়ান্য় জিনিস, বেতের তৈরি আসবাবপত্র কারুকার্য ও নক্সা অনুযায়ী বিভিন্ন দামের হয়ে থাকে।আসবাবপত্রের পাশাপাশি বেত দিয়ে বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি হচ্ছে। বর্তমানে সময় বেত দিয়ে সিলিং সাজানোর রেওয়াজ বাড়ছে। মাপ অনুযায়ী একটার পর একটা বেত সাজিয়ে আলোকসজ্জায় সেজে উঠছে সিলিং। ব্যবসায়ী রাজকুমার দাস এ প্রসঙ্গে জানান, বিগত প্রায় ৪০ বছর তিনি এই পেশার সঙ্গে যুক্ত। চাহিদা বাড়ছে বেতের তৈরি জিনিসের। তিনি আরও তিনজন কারিগরের সাহায্য নিয়ে হাওড়া মৌরিগ্রামে ব্যবসা চালাচ্ছেন।

    আরও পড়ুন :   বন্ধুত্বে বিস্ময়! খুদে পড়ুয়ার সঙ্গে ক্লাসঘরে বসে সারা ক্ষণ স্কুলে 'পড়াশোনা করে' বন্ধু শালিকপাখিও

    আরও পড়ুন :  ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী

    বর্তমান সময়ে শৌখিন কারুকার্যের দিকে মানুষ ঝুঁকছে। সেই চাহিদা মতো বেতের আসবাবপত্রেরও চাহিদা বেশ ভাল। সর্বনিম্ন একটি টুলের দাম ৬০০ টাকা। ডিজাইনের উপর নির্ভর দাম। দেড় থেকে দু'হাজার টাকারও টুল রয়েছে। ৬০০ টাকা থেকে বেতের জিনিস শুরু করে ৩৫-৪০ হাজার টাকার জিনিসও তৈরি হচ্ছে।বেতের এই সমস্ত তৈরি জিনিসের পাঁচ বছরের গ্যারান্টিও থাকছে। তবে রাজকুমার দাস জানান, একটি জিনিসের কমপক্ষে ২০- ২৫ বছর অনায়াসে কেটে যায়। যত্ন করে রাখলে সারা জীবনও টিকে যেতে পারে। তবে সামান্য কিছু সমস্যা হলে বেতের তৈরি জিনিস সারিয়েও নেওয়া যায়।রাকেশ মাইতি

    First published:

    Tags: Howrah, Howrah news