হোম /খবর /হাওড়া /
অবশেষে মিলল বিচার! মুক্তিরচক গণধর্ষণ কাণ্ডে দোষীদের ২০ বছরের কারাদণ্ড

Howrah News: অবশেষে মিলল বিচার! মুক্তিরচক গণধর্ষণ কাণ্ডে দোষীদের ২০ বছরের কারাদণ্ড

Howrah News: জানা যায়, জরিমানার টাকা দু'জন নির্যাতিতাকে দেওয়া হবে। মুক্তিরচক কাণ্ডে শাশুড়ি-বৌমা গণধর্ষণে ঘটনায় অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    হাওড়া: প্রায় ন'বছর অপেক্ষার পর সুবিচার পেল মুক্তিরচকের নির্যাতিতা। ২০১৪ সালের ভয়ানক কাণ্ডের শাস্তি মিলল অভিযুক্তদের। এক ঘরে শাশুড়ি-বৌমার উপর যে পাশবিক অত্যাচার চালিয়েছিল ৮ জন দুষ্কৃতী, শনিবার তাদের সাজা ঘোষণা হল আমতা কোর্টের বিচারপতি রোহন সিনহার বেঞ্চ। ৩২৩ নং ধারা অনুযায়ী এক বছরের জেল, ১০০০ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল। ৪৫০ নং ধারায় ৭ বছরের জেল ১০ হাজার টাকা ও অনাদায়ে ছ'মাস জেল। ৩৭৬ (ডি) ধারায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ৫০০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর জেল।জানা যায়, জরিমানার টাকা দু'জন নির্যাতিতাকে দেওয়া হবে। মুক্তিরচক কাণ্ডে শাশুড়ি-বৌমা গণধর্ষণে ঘটনায় অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। এক নারকীয় ঘটনা হাওড়ার মুক্তিরচক গ্রামে। রাতের অন্ধকারে একই ঘরে শাশুড়ি ও বৌমার উপর পাশবিক অত্যাচার।সেই মামলার রায়ে ৮ জনের সাজা ঘোষণা হল শনিবার। দীর্ঘ ন'বছর লড়াইয়ের পর দোষীরা শাস্তি পেল।এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সিদ্ধার্ত মজুমদার জানান, রায় পেতে একটু সময় লাগে। তবে তার বিভিন্ন কারণ রয়েছে। কোভিড পিরিয়ড, মামলায় তিন জন বিচারক বদল এবং উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া, আরও এ রকম নানা কারণ। এই মামলায় ডাক্তার, পুলিশ কর্মী ও অন্যান্য মিলে ৪৯ জন সাক্ষী ছিলেন।

    আরও পড়ুন: জমিদারের জামাইকে ঠকানোর জন্য তৈরি হয়েছিল! আজও বাঙালির খুব প্রিয় 'এই' সন্দেশ, নাম জানেন?

    আরও পড়ুন: সন্ধ্যাতেই এই জেলায় আসছে স্বস্তির বৃষ্টি, কমবে বৈশাখী দহনজ্বালা

    ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে আমতার মুক্তিরচক গ্রামে শাশুড়ি ও বৌমাকে রাতের অন্ধকারে গণধর্ষণের অভিযোগ উঠেছিল এলাকারই কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। মুক্তিরচক গণধর্ষণ কাণ্ডের সেই ঘটনায় ৮ জনের সাজা ঘোষণা করেন জর্জ রোহন সিনহা।

    রাকেশ মাইতি

    First published:

    Tags: Howrah, Howrah news