হাওড়া: প্রায় ন'বছর অপেক্ষার পর সুবিচার পেল মুক্তিরচকের নির্যাতিতা। ২০১৪ সালের ভয়ানক কাণ্ডের শাস্তি মিলল অভিযুক্তদের। এক ঘরে শাশুড়ি-বৌমার উপর যে পাশবিক অত্যাচার চালিয়েছিল ৮ জন দুষ্কৃতী, শনিবার তাদের সাজা ঘোষণা হল আমতা কোর্টের বিচারপতি রোহন সিনহার বেঞ্চ। ৩২৩ নং ধারা অনুযায়ী এক বছরের জেল, ১০০০ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল। ৪৫০ নং ধারায় ৭ বছরের জেল ১০ হাজার টাকা ও অনাদায়ে ছ'মাস জেল। ৩৭৬ (ডি) ধারায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ৫০০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর জেল।জানা যায়, জরিমানার টাকা দু'জন নির্যাতিতাকে দেওয়া হবে। মুক্তিরচক কাণ্ডে শাশুড়ি-বৌমা গণধর্ষণে ঘটনায় অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। এক নারকীয় ঘটনা হাওড়ার মুক্তিরচক গ্রামে। রাতের অন্ধকারে একই ঘরে শাশুড়ি ও বৌমার উপর পাশবিক অত্যাচার।সেই মামলার রায়ে ৮ জনের সাজা ঘোষণা হল শনিবার। দীর্ঘ ন'বছর লড়াইয়ের পর দোষীরা শাস্তি পেল।
আরও পড়ুন: জমিদারের জামাইকে ঠকানোর জন্য তৈরি হয়েছিল! আজও বাঙালির খুব প্রিয় 'এই' সন্দেশ, নাম জানেন?
আরও পড়ুন: সন্ধ্যাতেই এই জেলায় আসছে স্বস্তির বৃষ্টি, কমবে বৈশাখী দহনজ্বালা
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Howrah news