হাওড়া: প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিত্র প্রদর্শনীর আয়োজনে মিলল ব্যাপক সাড়া। বর্তমান সময়ে লেখাপড়ার পাশাপাশি বেশ প্রচলন রয়েছে চিত্রাঙ্কনের। চিত্রাঙ্কন প্রদর্শনের বিশেষ সুযোগ থাকে না গ্রামাঞ্চলের অধিকাংশ শিল্পীর। পঠন-পাঠনের সঙ্গে শিশুকাল থেকেই অঙ্কনের রীতি রেওয়াজ বেশ লক্ষণীয়। গ্রামাঞ্চলে অঙ্কন চর্চা থাকলেও প্রদর্শনের আয়োজন সেভাবে হয় না। চিত্র শিল্পী মানস বাউর ও কয়েক জন খুদে শিল্পীর হাতে অঙ্কন চিত্রের প্রদর্শন। যা ব্যাপক ভাবে সাড়া ফেলেছে হাওড়ার এই এলাকায়। ছোট থেকে বড় সকলের বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে চিত্র প্রদর্শন।
চিত্র শিল্পী মানস বাউর জানান, শুধু চিত্র অঙ্কন নয়, ছোট ছোট ছেলে মেয়েদের সাংস্কৃতিক মন তৈরি করাই মূল লক্ষ্য। এই প্রদর্শনী দেখে অনেক স্থানীয় শিল্পীরাও আসছেন। এতে বেশ আগ্রহ প্রকাশ করছেন। তিনি আরও জানান, আগামী দিনে যদি প্রশিক্ষকরা এগিয়ে আসেন এই উদ্যোগ নিয়ে, তাহলে আরও বেশি করে সব দিক থেকে উপকৃত হবে খুদে চিত্র শিল্পীরা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ফের আবহাওয়া বদল! তাপপ্রবাহে হাঁসফাঁস করবে বাংলা? লেটেস্ট ওয়েদার আপডেট!
শিল্পী ঋতম সাশমল জানান, তাঁর হাতে আঁকা চিত্রের এই প্রথম প্রদর্শনী। তাঁর কথায়, ‘‘বিশিষ্ট গুণীজনেরা আমাদের প্রতিটি ছবি সময় দিয়ে দেখছেন, মতামত প্রদান করছেন। তাঁদের মূল্যবান মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’
প্রদর্শনে আসা ব্যক্তি অতনু কোলে জানান, এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয় ক্লাব প্রতিষ্ঠানগুলি আরও বেশি করে শামিল হোক। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধরনের কর্মসূচির আয়োজন বেশ ভাল উদ্যোগ। সৈকত চক্রবর্তী জানান, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সমস্ত শিল্পীদের শুভকামনা।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah