Home /News /howrah /
Howrah: কবিগুরুর জন্মদিন উপলক্ষে শত শিশু কন্ঠে রবীন্দ্র সংগীত

Howrah: কবিগুরুর জন্মদিন উপলক্ষে শত শিশু কন্ঠে রবীন্দ্র সংগীত

কবিগুরুর

কবিগুরুর জন্মদিন উপলক্ষে শত শিশু কন্ঠে রবীন্দ্র সংগীত

প্রতিবছর সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিকে শ্রদ্ধার্ঘ্য ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়।

  • Share this:

    হাওড়া: প্রতিবছর সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিকে শ্রদ্ধার্ঘ্য ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। করোনার কারণে গত দু'বছর সেভাবে এক জায়গায় জমায়েত হয়ে অনুষ্ঠান করতে পারেননি রবীন্দ্র প্রেমীরা৷এবার করোনার প্রকোপ কমতেই ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে কবিগুরুর জন্মজয়ন্তী পালন৷ তাই এবার অভিনব ভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে আগামী ১০ মে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তর হাওড়ার একটি সংগীত ও সাংস্কৃতিক সংস্থা৷ ওই সন্ধ্যায় অনুষ্ঠানটি হবে হাওড়া শরৎ সদন প্রেক্ষাগৃহে। প্রায় ৫০০-৬০০ সংগীত শিল্পী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে।এদের মধ্যে আবার ১০০ জন শিশু শিল্পী সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবে৷বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে \" শত শিশু কণ্ঠে ঝরে পড়বে \" আলোকের এই ঝর্ণাধারা \" সহ বিভিন্ন রবীন্দ্র সংগীত৷ ছোটদের পাশাপাশি বড়দেরও অনুষ্ঠান রয়েছে৷ প্রতিষ্ঠান শিক্ষিকা সংযুক্তা দে জানান, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই রকম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে। তিনি আরও জানান আমাদের প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে।যা সাধারণ মানুষকে আনন্দ দেবে বলে আশা আয়োজকদের৷ আজ সোমবার বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবস। গোটা দেশজুড়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে মহা সমারোহে। কিন্তু হাওড়ার একটি সঙ্গীত সংস্থা আগামীকাল সন্ধ্যায় কবিকে শ্রদ্ধা জানাবে বিশেষ আঙ্গিকে৷ এই অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশ গ্রহণ করবেন,তাদের মধ্যে রয়েছে ৩ বছরের শিশু শিল্পীরাও৷

    First published:

    Tags: Howrah

    পরবর্তী খবর