হোম /খবর /হাওড়া /
ইটের বদলে প্লাস্টিক বোতল ব্য়বহার! নারী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ

women's day 2023: ইটের পরিবর্তে প্লাস্টিক বোতল ব্য়বহার! নারী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ

X
পরিবেশ [object Object]

women's day 2023 ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বোতল। প্লাস্টিক বোতলকে ইটের পরিবর্তে ব্যবহার করে দেওয়াল তৈরি হচ্ছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: নারী দিবসকে সামনে রেখে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ। কয়েক মাস আগে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়াকরণ। সেই প্রক্রিয়াকরণে পচনশীল বস্তুকে সার ও গ্যাসে রূপান্তরিত করে ব্যবহার করা সম্ভব হয়েছে। তার সিঙ্গেল লেয়ার পলিপ্যাকগুলি প্রক্রিয়াকরণ করা, সেগুলিকে পুনরায় বাজারজাতও করা সম্ভব হয়েছে।

তবে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল মাল্টিলেয়ার প্লাস্টিক। যদিও জেলা পরিষদের উদ্যোগে মাল্টিলেয়ার প্লাস্টিক প্রক্রিয়াকরণ শুরু হতে চলেছে সাঁকরাইলে। এর ফলে অর্থনৈতিক দিক খুলবে। তা প্রক্রিয়াকরণের পর বাজারজাত করাও সম্ভব হবে। তবে তার আগে মাল্টিলেয়ার প্লাস্টিক ব্যবহারে নতুন দিগন্ত।সাঁকরাইল এস এল ডব্লিউ এম প্রজেক্টে পরীক্ষামূলক ভাবে 'ইকো ব্রিকস' ব্যবহার। বিশ্ব নারী দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তায় সকালে চাপাতলা থেকে রামচন্দ্রপুর এস এল ডব্লিউ এম প্রজেক্ট পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  'ইকো ব্রিকস' অর্থাৎ ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বোতল। প্লাস্টিক বোতলকে ইটের পরিবর্তে ব্যবহার করে দেওয়াল তৈরি হচ্ছে। চিপস, বিস্কুট ও মশলার বিভিন্ন মাল্টিলেয়ার প্লাস্টিক ভরে দেওয়া হচ্ছে ওই প্লাস্টিকের বোতলে।

আরও পড়ুন: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই...

আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের বসন্ত উৎসবে মানুষের ঢল, দেখুন উৎসবের নানা মুহূর্তের ছবি

পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা থেকে বর্জ্য় পদার্থের সঙ্গে আসছে এই প্লাস্টিক। সেগুলি বোতলের মধ্যে ভরা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে সিমেন্ট বালির সঙ্গে গাঁথুনিতে। প্রথম পর্যায়ে গাছের ব্যারিকেড নির্মাণ করা হয়। আগামী দিনে ইটের পরিবর্তে পার্কের সৌন্দর্যায়ন ও বসার জায়গা তৈরিতে এই বোতল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সাঁকরাইল পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পাল।পরিবেশের পক্ষে ক্ষতিকারক প্লাস্টিক বোতল ও মাল্টিলেয়ার প্লাস্টিক অন্য়ান্য় কাজে ব্যবহারের এই উদ্যোগ ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত, ইউনিসেফ, এস এইচ জি গ্রুপ, ভি আর পি, স্যানিটেশন ওয়ার্কার হিসেবে প্রায় ১৬০ জন মহিলা উপস্থিত ছিলেন।রাকেশ মাইতি
Published by:Sanchari Kar
First published: