হোম /খবর /হাওড়া /
গত ৫ বছরে কাজের নিরিখে কত নম্বর পেল লস্করপুর গ্রাম পঞ্চায়েত? খতিয়ান গ্রামবাসীদের

Howrah News: গত ৫ বছরে কাজের নিরিখে কত নম্বর পেল লস্করপুর গ্রাম পঞ্চায়েত? খতিয়ান গ্রামবাসীদের

X
পাঁচ [object Object]

Howrah News: বেশ কিছু মানুষের অভিযোগ, এখনও বঞ্চিত রয়ে গেছে তাঁরা। বিশেষ করে বিভিন্ন প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত। একাধিকবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও মেলেনি প্রকল্পের সুবিধা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: রাজ্যজুড়ে জোরদার প্রস্তুতি শুরু পঞ্চায়েত নির্বাচনের। সমস্ত রাজনৈতিক দল জনসংযোগের মধ্যে দিয়ে নির্বাচনী প্রস্তুতিতে নেমেছে। শাসক দল আশাবাদী উন্নয়নকে সামনে রেখে আবার পঞ্চায়েত দখলে রাখবে। অন্যদিকে গেরুয়া শিবির পঞ্চায়েতের সংখ্যা বাড়াতে মরিয়া। পার্শ্ববর্তী রাজ্যকে সামনে রেখে প্রচার সারছে তারা। সমস্ত দলের প্রস্তুতি জোরদার শুরু হয়েছে নির্বাচনকে পাখির চোখ করে। বামদল ও কংগ্রেসও পিছিয়ে নেই।

বামপন্থীরা আশাবাদী, এবার মানুষ তাদের পক্ষে থাকবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা চলছে জগৎবল্লভপুর লস্করপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েত এলাকার একাংশের মানুষ সরকারি ও পঞ্চায়েতের উন্নয়নে দারুণ খুশি। এলাকায় রাস্তাঘাট পানীয় জল, স্বাস্থ্য-ব্যবস্থা, আলো, নানা বিষয় সুবিধা পেয়েছেন পঞ্চায়েতের মাধ্যমে।

তবে বেশ কিছু মানুষের অভিযোগ, এখনও বঞ্চিত রয়ে গেছে তাঁরা। বিশেষ করে বিভিন্ন প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত। একাধিকবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও মেলেনি প্রকল্পের সুবিধা। অন্যদিকে এই পঞ্চায়েত এলাকার পাড়া ও সংসদ এলাকা ঘুরে দেখা।

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় যুবতীর সঙ্গে এ কী আচরণ! ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা

বিভিন্ন এলাকার প্রধান সমস্যা পানীয় জল। বেশ কিছু মানুষ অভিযোগ করলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে পাইপ লাইনে জল সরবরাহ করার হচ্ছে। ছ' মাস আগে পাইপলাইনের কানেকশন দেওয়া হয় বাড়ি বাড়ি। কিন্তু পর্যাপ্ত জল এসে পৌঁছায় না অনেকের বাড়িতে। ভাঙা ঘরে বাস করছেন অনেক মানুষ। অভিযোগ, একাধিকবার আবেদন করেও মেলেনি আবাস যোজনা সুবিধা। সে সমস্ত মানুষ আবারও পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে। একাংশ চাইছেন এই পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্যরা থাকুক। তবে অন্য অংশের মানুষ তা চাইছে না। লস্করপুর পঞ্চায়েত তৃণমূল শাসিত গ্রাম পঞ্চায়েত।

পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি বিপ্লব পাত্র জানান, রাস্তা, আলো, পানীয় জল অধিকাংশ কাজই হয়েছে পঞ্চায়েত এলাকায়। মানুষ খুশি, সামান্য যা বাকি রয়েছে তা আগামী দিনে হবে। তবে পাঁচ বছরের গুরুত্বপূর্ণ কাজ গুলি সম্পন্ন হয়েছে। জলের যা সমস্যা রয়েছে তাও অল্প দিনের মধ্যেই মিটে যাবে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান সনৎ কুমার দাস জানান, শতকরা ৭৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। তাদের কাজে এলাকার মানুষ খুশি। আসন্ন নির্বাচনে মানুষ তাদের সঙ্গেই থাকবে বলে আশাবাদী।

রাকেশ মাইতি

Published by:Teesta Barman
First published:

Tags: Howrah, Panchayat Election