হোম /খবর /হাওড়া /
সুস্থ জীবনের চাবিকাঠি যোগ-ব্যায়াম, সেই বার্তা দিতেই হাওড়ায় যোগাসন প্রতিযোগিতা

Howrah News: সুস্থ জীবনের চাবিকাঠি যোগ-ব্যায়াম, সেই বার্তা দিতেই হাওড়ায় যোগাসন প্রতিযোগিতা

X
যোগ [object Object]

কীভাবে পেতে পারেন সুস্থ, রোগমুক্ত জীবন? উত্তর মিলল হাওড়ার যোগ প্রতিযোগিতায়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: যোগ অভ্যাসেই দূর হবে রোগ, সুস্থ হবে শরীর। এই বার্তা আরও বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দিতে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাওড়ায়। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের শরীর সুস্থ রাখতে প্রয়োজন যোগাভ্যাস।

 ইদানীং যোগ ব্যায়াম প্রশিক্ষণের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। একদিকে যেমন শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম প্রয়োজন, তেমনি প্রতিযোগিতার দিক থেকেও বেশ গুরুত্ব রয়েছে যোগ-ব্যায়াম প্রশিক্ষণের। বর্তমান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যোগ ব্যায়াম। ফলে আরও আগ্রহ বাড়ছে  মানুষের মধ্যে।

হাওড়ার অবনী রিভার সাইড মলের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। মলের মধ্যে এই প্রতিযোগীতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ২৭০ জন প্রতিযোগী। আট বছর বয়সী থেকে ত্রিশ বছর ঊর্ধ্ব বয়সী প্রতিযোগীরা অংশ নেন। যোগ শিক্ষক কিরণ মণ্ডল  জানান, '' যোগাসনের মাধ্যমে শরীরকে ফিট রাখা যায়। তাই যোগাসন সম্পর্কে মানুষকে উৎসাহী করতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।  খুব ভালো সাড়া মিলেছে।  প্রতিযোগীতায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিযোগিতার অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়।''

রাকেশ মাইতি

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Howrah