হাওড়া: স্বামীর ছুরির আঘাতে গুরুতর আহত স্ত্রী। স্ত্রীর হাতে টাকা দেওয়ার নামে ডেকে পাঠিয়ে অন্ধকারে খুন করার চেষ্টা করা হয়। এমনটাই অভিযোগ স্ত্রী মনিমা বিবির। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুলাগড় বাস স্টপেজ সংলগ্ন এলাকায়।
মনিমা বিবি জানান, প্রায় ১৭ বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা সেলিম পৈলানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর সেলিমের নেশা করার মাত্রা বাড়লে সমস্যা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। সেই থেকে লেগেই রয়েছে ঝগড়া-ঝামেলা। মাঝে বেশ কয়েকবার বাপের বাড়ি চলেও এসেছেন মনিমা। কিন্তু দিনকয়েক বাদেই বাবা-দাদারা বুঝিয়ে ফের তাঁকে শ্বশুরবাড়ি দিয়ে এসেছে। সেলিম- মনিমার দুই কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস আগে সমস্যা আরও বাড়লে মনিমা উলুবেড়িয়ার রঘুদেবপুরে বাপের বাড়িতে ফের আসেন। তাঁর বাড়ির লোকজনেরা সেলিমকে জানান, নেশা বন্ধ করলে তবেই মনিমা ফেরত যাবেন। এভাবে কয়েক মাস কেটে যায়। বাপের বাড়িতেই রয়েছেন মনিমা। সেখানে থেকে ধুলাগড়ের একটি জলের কারখানায় কাজে যুক্ত হন।
এর মধ্যেই একদিন টাকা দেওয়ার নাম করে মনিমাকে ডেকে পাঠান স্বামী সেলিম। মনিমা যান আর তখনই তাঁর উপর ছুরি দিয়ে হামলা করে স্বামী, এমনই অভিযোগ মনিমার। ইতিমধ্যেই রাজাপুর থানায় অভিযোগ করা হয়েছে সেলিমের বিরুদ্ধে।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news