#হাওড়া: ৬ ঘন্টা গঙ্গায় ডুব দিয়ে থেকে 'গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম তুললেন হাওড়ার চা বিক্রেতা। বছর ২৩ এর মুকেশ গুপ্তা পেশায় চা -বিক্রেতা, হাওড়ার তেলকল ঘাট সংলগ্ন এলাকায় তাঁর চায়ের দোকান! সারাদিন মা ও ছেলে চা বিক্রি চলেন। সংসারে নিত্যসঙ্গী অভাব, ৪ বছর আগে কলেজ পড়তে পড়তেই বাবার চায়ের দোকানে বসতে শুরু করেন মুকেশ। দিনের বেশিরভাগ সময়ে দোকানেই কেটে যায়। চরম ব্যস্ততার ফাঁকেই মুকেশকে টানে গঙ্গা! ছোট থেকেই জলের প্রতি আলাদা টান ছিল মুকেশের। ৭-৮ বৎসর বয়স থেকেই গঙ্গায় স্নান করা শুরু। ধীরে ধীরে দীর্ঘক্ষন সময় কাটানো জলের মধ্যেই। কখনও দীর্ঘক্ষণ ডুব বা দীর্ঘ সময় সাঁতার। ডুবে থাকার অভ্যাস মুকেশের ছোটবেলা থেকেই, সেই অভ্যাস-ই তাঁকে এনে দিল সেরার শিরোপা, নাম তুললেন 'গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ড'-এ। টানা ৬ ঘণ্টা জলের তলায় অক্সিজেন সিলিন্ডার ছাড়াই, শুধুমাত্র একটি সরু নল মুখে নিয়ে কাটিয়ে দিলেন মুকেশ। জানান, ২০২১ সালে অর্থাৎ গত বছর রেকর্ড গড়ার জন্য নমিনেশন পেলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত রেকর্ড গড়তে পারেননি। টাকা জমাতে একটা বছর সময় লেগে যায়। এক মাস আগে তিনি ফের রেকর্ড গড়ার জন্য আবেদন করেন। নির্দিষ্ট দিনে সংস্থার আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থেকে মুকেশ গুপ্তাকে পুরস্কৃত করেন। মুকেশ জানান, এর আগেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। গতবছর 'ইন্ডিয়া বুক অব রেকর্ড'-এ নাম তুলেছিলেন, সেবার গঙ্গার জলে ১১৫০০ টা ডুব দিয়েছিলেন। মুকেশের মা সুনিতা দেবী জানান, অভাবের সংসার, তবুও ছেলের ইচ্ছে পূরণ করতে তাঁরা সর্বদা ছেলের পাশে আছেন।
Rakesh Maity রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah