#হাওড়া: উদ্ধার একাধিক বিষধর সাপ, ১৩ টি সাপ ছেড়ে পালিয়ে গেল সাপুড়ের দল। সাপ খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করার সময় সাপুড়েদের কাছ থেকে উদ্ধার হল বিভিন্ন প্রজাতির ১৩ টি সাপ। যদিও সাপুড়েদের ধরতে পারা যায়নি। জানা গেছে শ্যামপুরের ডিহিমন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়া গ্রামে ৪ জনের একটি সাপুড়ে দল আসে। তারা গ্রামবাসীদের সাপ খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করতে শুরু করে।
সাপুড়েদের এই খবর পৌঁছে যায় স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন ' ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর ' গ্রুপের সদস্য অভিক মাইতির কাছে। অভিক তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে সাপুড়েদের বাধা দিলেও তারা প্রথমে বিষয়টি সেভাবে আমল দেয়নি।
আরও পড়ুন: 'বউকে ফেরত চাই!' শ্বশুরবাড়ির সামনে ধর্নায় জামাই! কেন ফিরছে না বউ? জানলে অবাক হবেন
পরে গ্রুপের অন্য সদস্যরা সেখানে আসলে সাপুড়ের দল সাপগুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ টি কেউটে, ২ টি লাউডগা, ৩ টি কালনাগিনী,২ টি তুতুর, ১ টি ঘরচিতি এবং ১ টি রেড স্যান্ড বোয়া উদ্ধার করা হয়। ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যদের বক্তব্য উদ্ধার হওয়া সাপগুলি পর্যবেক্ষণে রাখা হবে। পরে সেগুলিকে পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news, Snake