হোম /খবর /হাওড়া /
লেমনগ্রাস! দেখতে জংলি ঘাসের মতো হলেও দারুণ উপকারী এই গাছ

Howrah News: লেমনগ্রাস! দেখতে জংলি ঘাসের মতো হলেও দারুণ উপকারী এই গাছ

X
Howrah [object Object]

উপকারী উদ্ভিদের মধ্যে একটি হলো লেমনগ্রাস, ইদানিং দারুণভাবে ব্যবহার বাড়ছে, দেখতে জংলি ঘাসের মতো হলেও উপকারী গুনে ভরপুর এই গাছ, বাড়িতে এই গাছ লাগিয়ে সহজে উপকার পাওয়া যেতে পারে।

  • Share this:

হাওড়া: উপকারী উদ্ভিদের মধ্যে একটি হলো লেমনগ্রাস। ইদানিং দারুণভাবে ব্যবহার বাড়ছে। দেখতে জংলি ঘাসের মতো হলেও দারুন উপকারী গুনে ভরপুর এই গাছ। বাড়িতে এই গাছ লাগিয়ে সহজে উপকার পাওয়া যেতে পারে। এই গাছের পাতায় অনেকটা লেবুর মত গন্ধ যুক্ত। খাবারে গন্ধ পেতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এর পাতা। লেমন গ্রাস ব্যবহার শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বেশ বাড়ছে।

লেমনগ্রাসে অনেক ঔষধি গুণ রয়েছে। এই গাছ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল। সংক্রমণ ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে। বিশেষ করে কোলেস্টোলের ক্ষেত্রে দারুণ উপকারী ভূমিকা রাখে লেমনগ্রাস। এই গাছে ভিটামিন, শর্করা, পটাশিয়াম, সোডিয়াম সহ নানা উপাদান বর্তমান।

হজম শক্তি বৃদ্ধি করতে যেমন উপকারী ভূমিকা রাখে। আবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ। পেটের সমস্যার ক্ষেত্রেও লেমনগ্রাস বেশ কার্যকরী। এই গাছের উপকারী গুণের মধ্য বিশেষ উল্লেখ্য কোলেস্টরেলের পক্ষে কার্যকরী ক্ষমতা।

আরও পড়ুন: South 24 Parganas News: ফ্রি-র দিন শেষ, রায়দিঘির ইকো পার্কে ঢুকতে এবার লাগবে টাকা! কত করে জানুন

দেহে খারাপ কোলেস্টরেলের মাত্রা বাড়লে হাটের সমস্যা দেখা দিতে পারে। লেমনগ্রাস ডাক্তারি পরামর্শে ব্যবহার করার ফলে নিয়ন্ত্রিত হয় কোলেস্টরেল।প্রাচীন কাল থেকে সর্দি ও কাশি নিরাময়ে দারুন ব্যবহৃত হয় এই গাছ। লেমনগ্রাস ও তুলসী পাতার মিশন সর্দি কাশিতে কার্যকরী হিসাবে ব্যবহার হয়ে থাকে। নিয়মিত লেমনগ্রাসের চা পানে রক্ত স্রোত থেকে ক্ষতিকারক পদার্থ বের করে।

আরও পড়ুন: Indian Army Siddhant Chettri: শ্রেয়সীর মেহেন্দি এখনও ফিকে হয়নি, বিয়ের মাস খানেকের মধ্যেই বজ্রপাত! ঘরে ফিরছে শহিদ স্বামীর দেহ

এই গাছ বাড়িতে সহজেই লাগানো যায় টবে কিংবা মাটিতে। কোলেস্টেরলের পক্ষে দারুন কার্যকারী বিস্তারিত জানালেন, শিক্ষক তাপস বাঙাল।

রাকেশ মাইতি

Published by:Arjun Neogi
First published:

Tags: Howrah news