হোম /খবর /হাওড়া /
এবার মাধ্যমিকে প্রথম থেকে দশম তালিকায় এ জেলায় ৪ জন কৃতী

Howrah News: হাওড়ার জয়জয়কার, মাধ্যমিকে প্রথম থেকে দশ-এর মেধা তালিকায় জেলায় ৪ পড়ুয়া

X
title=

সফলতার দৌড়ে জেলার চার ব্লকের তিন ছাত্রী ও এক ছাত্র

  • Share this:

হাওড়া: এবার মাধ্যমিকে জয়জয়কার জেলা জুড়ে। গতবারের তুলনায় মাধ্যমিকে সুফল জেলায়! এবার মাধ্যমিকের ফলাফলের তালিকায় এক থেকে দশম পর্যন্ত তালিকায় রয়েছে জেলার চার জনের নাম। সফলতার দৌড়ে জেলার চার ব্লকের তিন ছাত্রী ও একজন ছাত্র।

এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ার, পরীক্ষা শেষ হয় ৪  মার্চ। প্রায় আড়াই মাস পর ফলাফল। গতবারের তুলনায় এ’বছর জেলার ফল ভাল হয়েছে। মাধ্যমিকে ৬৮৬ নাম্বার পেয়ে রাজ্যে সপ্তম স্থান এবং হাওড়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে হাওড়া বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। নম্বরে দারুন খুশি অনুস্মিতা। তার এই সাফল্যে মা বাবা স্কুল শিক্ষক এবং প্রাইভেট টিউশন শিক্ষকদের অবদান রয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্ন তার, নিজের সাফল্যের পাশাপাশি জেলার ফলাফলেও খুশি সে।

মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থানে উলুবেড়িয়া হাই স্কুলের ছাত্র দীপ্যায়ন মান্না। তার ভাষায়, ” নবম স্থান পেয়ে ভাল লাগছে। তবে আশা ছিল, আরও ভাল ফল হবে। ইতিহাসে রিভিউয়ে নম্বর বাড়বে আশা করছি।” গণিত নিয়ে হায়ার স্টাডিজ করতে চায় দিপ্যায়ন। যুগ্ম ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানে পাঁচলা ব্লকের নম্রতা কোলে এবং হাওড়া উদয়নারায়ণপুরের শময়িতা দাস। জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতনের ছাত্রী নম্রতা কোলে। উদয়নারায়ণপুর ব্লকের গড় ভবানীপুর ঊষারানি করাতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী শময়িতা দাস। বিকি হাকোলার বাসিন্দা নম্রতা জানিয়েছে, ডাক্তারি পড়তে চায়।  বিধি চন্দ্রপুরের শময়িতা দাস-ও হতে চায় ডাক্তার।

রাকেশ মাইতি

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Howrah news