হাওড়া: আমার ছেলেকে খুঁজে এনে দাও! এই আর্তনাদ একজন মায়ের। গত ২৩ শে এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে ছিল সঞ্জয় হাঁসদা। বন্ধুরা ঘরে ফিরেছে তবে তারপর আর ঘরে ফেরেনি সঞ্জয়। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ। পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্টে দল নদীতে খোঁজ চালায়। বহু চেষ্টা করেও সঞ্জয় কে খুঁজে পাওয়া যায়নি। সে থেকেই কেঁদে বুক ভাসাচ্ছে সঞ্জয়ের মা।
এই ঘটনাকে কেন্দ্র করে সাঁকরাইল মানিকপুর এলাকায় চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা যায়, অধিকাংশ দিন চাপা কলের জলে স্নান করত সঞ্জয়। বন্ধুবান্ধবদের সঙ্গে এদিন গঙ্গায় স্নান করতে গিয়েই নিখোঁজ। স্থানীয় সূত্র মারফত জানা যায়, সঞ্জয় এবং আরোও দুই বন্ধু মিলে গঙ্গায় মানিকপুর জেটিঘাটে স্নান করতে যায়। তিনজন বন্ধু মিলে নৌকা থেকে নদীর জলে ঝাঁপ দেয়। বাকি দুজন উঠে আসে।
আরও পড়ুন: Birbhum news: শুরুতে শুধু চাল-কুমড়ো! যোগ হল বেল, শতমূল! না খেলেই মিস! মোরব্বা টেস্টে বেস্ট!
আরও পড়ুন: দণ্ডি কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি! তিন মহিলার সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কিন্তু ভাটার টান অতিক্রম করে উঠে আসতে পারেনি সঞ্জয়। তারপর বহু খোঁজ করেও হদিস পাওয়া যায়নি সঞ্জয়ের। খবর দেওয়া হয় পুলিশে। ঐদিন পুলিশ এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট এর টিম বহু তল্লাশি করেও খোঁজ পায়নি।প্রায় ন'দিন কেটে যাবার পরেও খোঁজ মেলেনি সন্তানের। চোখের জলেই দিন পার করছে সঞ্জয়ের মা। মা গুড়িয়া হাঁসদা জানান, কলের জলেই স্নান করত সঞ্জয়। সেদিনও বলে গিয়েছিল স্নান করতে যাচ্ছি তবে গঙ্গায় স্নান করতে যাচ্ছে তা জানায়নি।
স্নান করতে বেরিয়েছিল দুপুর বারোটা নাগাদ। তার কিছুক্ষণ পর স্থানীয় এক ছেলে সঞ্জয়ের তলিয়ে যাওয়ার খবর দেয়।সঞ্জয়ের বাবার স্বপন হাঁসদা জানান, পুলিশ পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন ছেলেকে খুঁজে বের করে ওর মুখটা দেখতে চাই।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news