হোম /খবর /হাওড়া /
চরম অভাবের সংসারেও উচ্চ মাধ্যমিকে তুখোড় ফল রং মিস্ত্রির মেয়ের

Howrah News: চরম অভাবের সংসারেও উচ্চ মাধ্যমিকে তুখোড় ফল রং মিস্ত্রির মেয়ের

X
মাধ্যমিকের [object Object]

হাজারও প্রতিবন্ধকতা,  অভাবের সংসারে নুন আনতে পান্তা ফোরায়, তবু সব প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে দারুন ফল করল রং মিস্ত্রির মেয়ে হাসিমা

  • Share this:

হাওড়া: হাজারও প্রতিবন্ধকতা,  অভাবের সংসারে নুন আনতে পান্তা ফোরায়, তবু সব প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে দারুন ফল করল রং মিস্ত্রির মেয়ে হাসিমা।

হাসিমার বাবা শেখ হারুন রশিদ রঙের কাজ করে সংসার চালান। মেয়ের এই সাফল্যে তিনি খুব খুশি। হাসিমা জানায়, তার সাফল্যের নেপথ্যে যেমন পরিবারের অবদান রয়েছে, তেমনি সমস্তরকম সাহায্য পেয়েছেন স্কুলের শিক্ষক, বন্ধুদের থেকে। বাবা কঠোর পরিশ্রম করে সংসারে চালাচ্ছেন। এই সাফল্যে বাবার মুখে হাসি ফোটাতে পেরে সে খুব খুশি। ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা, জানায় হাসিমা।
হাসিমার বাবা জানান, স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে তাঁর সংসার। অভাবের তাড়নায় দুই ছেলের পড়াশোনা বেশিদূর এগোয়নি। বড় ছেলের লেখা পড়ার প্রতি বেশ মনোযোগ ছিল। কিন্তু চেষ্টা করেও দুই ছেলের লেখা পড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ছেলেরা কাজে যোগ দেন। কষ্ট করেই মেয়ের লেখা পড়া এগিয়ে নিয়ে যাওয়া। সহযোগিতা পেয়েছেন শিক্ষকদের। মেয়ের পড়ার জন্য বই, খাতা, পেন, ব্যাগ-সহ নানা সামগ্রী দিয়ে যেমন সাহায্য করেছেন, তেমনি সাহস যুগিয়েছেন স্কুলের  শিক্ষক তরুণবাবু।

হাসিমার মা ফুলশরা বেগম জানান, সংসারে অভাব অনটন আগে আরও বেশি ছিল। তিন ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। জরির কাজ করে সংসারে সহযোগিতা করেছি। অভাবের কারণে ছেলদের পড়াশোনা বেশিদূর এগোয়নি। তবে সকলের সহযোগিতায় মেয়ে সাফল্য পেয়েছে। এতে আমরা প্রত্যেকে ভীষণ খুশি। এই সাফল্যের পিছনে হাসিমার কঠোর পরিশ্রম তো রয়েছেই, রয়েছে শিক্ষক তরুণ ধারার বিশাল  অবদান।

রাকেশ মাইতি

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Howrah news