হাওড়া: অ্যাম্বুল্যান্স দেখে মনে বল পেল হাওড়া শহর থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরত্বে বিকিহাকোলা গ্রাম। এলাকার মানুষজন অসহায় বোধ করতেন শরীর অসুস্থ হলে। চিকিৎসার জন্য প্রয়োজনে হাওড়া শহর বা অন্যত্র যেতে হয়। তাতেই যানবাহনের দারুন সমস্যা দেখা দিত। স্থানীয় মানুষ জানান, যানবাহনের অপেক্ষায় থাকতে থাকতে রোগী আরও অসুস্থ হয়ে পড়তেন।
কয়েক বছরে এলাকার রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে। কিন্তু যানবাহনের সমস্যা থেকেই গিয়েছে। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় ক্লাব সংগঠন ভ্রাতৃ মিলন সংঘ স্থানীয় মানুষের সহযোগিতায় শুরু করল অ্যাম্বুল্যান্স পরিষেবা। ক্লাবের অন্যতম সদস্য মনোতোষ রায় জানান, '' দীর্ঘদিন আমরা ভারতী মিলন সংঘের পক্ষ থেকে সচেষ্ট ছিলাম এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা পৌঁছে দিতে।''
জাতীয় সড়ক থেকে বেশ কিছুটা দূরত্বে বিকিহাকোলা গ্রাম। প্রাইভেট গাড়ি করে রোগীদের নিয়ে যেতে অনেকাংশেই রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। সেই দিক থেকে এই অক্সিজেন-সহ অ্যাম্বুল্যান্স পরিষেবা মানুষের কাজে আসবে। এলাকাবাসী ভরত পাল জানান, '' গ্রামের বয়স্ক মানুষদের জন্য সুখবর। অতীতে বহু দুর্ঘটনা ঘটেছে। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়েছে। এবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে না আর।''
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah