হোম /খবর /হাওড়া /
চমকে দিলেন সকলকে! আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম হাওড়ার সোহম

Howrah News: চমকে দিলেন সকলকে! আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম হাওড়ার সোহম

X
শরীর [object Object]

Howrah News: ১০ থেকে ১৫ বছর বয়সী ক্যাটাগরিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ১১ বছরের সোহম।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: শরীর সুস্থ করতে শৈশবে যোগ ব্যায়ামে যুক্ত হওয়া, ধীরে ধীরে যোগে দক্ষতা অর্জন। অবশেষে আন্তর্জাতিক স্তরে মিললো সোনা। ১০ থেকে ১৫ বছর বয়সী ক্যাটাগরিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ১১ বছরের সোহম। বাবার স্বপ্ন ছিল ছেলে আন্তর্জাতিক স্তরে সাফল্য পাবে। বাবার সেই স্বপ্ন পূরণ করল একমাত্র ছেলে সোহম।

কিন্তু ছেলের এই সাফল্য বাবা দেখতে পেলেন না। তিন বছর আগে গত হয়েছেন বাবা। ছোট্ট সোহম এই সাফল্য তাঁর বাবাকেই উৎসর্গ করলেন।আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল হাওড়ার বালিটিকুরীর ১১ বছরের সোহম হাজরা। গত ২৭-২৮ মার্চ থাইল্যান্ডে বসেছিল আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। সেখানে ভারতবর্ষ সহ আটটি দেশ অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় ১০ থেকে ১৫ বছর বয়সী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে হাওড়ার সোহম। সোনা জয় করে সোহম ঘরে ফিরেছে। তাকে নিয়ে পরিবার পাড়া-প্রতিবেশী তাঁর প্রশিক্ষণের ক্লাব মেতে উঠেছে বিজয় উৎসবে।

 

সোহমের মা বৈশাখী হাজরা জানান, বালিটিকুরী ইয়ং অ্যাথেলিটিক ক্লাবে সোহমের প্র্যাক্টিস। প্র্যাক্টিস শুরু হয় তখন তিন থেকে সাড়ে তিন বছর বয়স। শরীর সুস্থ করতে যোগ ব্যায়াম প্রশিক্ষণে দেওয়া হয়। তারপর সোহম ধীরে ধীরে মনোযোগী হয়, যোগ ব্যায়াম রপ্ত করে নেয়। আমরাও ওকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি। ডিসটিক স্টেট ন্যাশনালের পর এই আন্তর্জাতিক স্তরের সাফল্য আরও বেশি করে স্বপ্ন দেখাচ্ছে আমাদের।

প্রশিক্ষক সন্দীপ দত্ত জানান, সোহমরা যা করে দেখিয়েছে, তা দেশের গর্ব। আমরা যেটা করতে পারিনি আমাদের ছাত্র ছাত্রীরা, তা করে দেখালো। আন্তর্জাতিক স্তরে সোহমের এই সাফল্য।

আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো

আরও পড়ুন, রাজ্য জুড়ে ২ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পের টার্গেট, আজ থেকে বুথ ধরে ধরে শুরু

আন্তর্জাতিক স্তরে এই যোগ ব্যায়াম প্রতিযোগিতায় হাওড়া জেলা থেকে সোহম হাজরা, বিতান ঘোষ এবং উলুবেড়িয়ার প্রিয়াঞ্জনা জানা তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই আন্তর্জাতিক স্তরে তিনটি স্বর্ণপদক এর পাশাপাশি একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জেলায়। এই সাফল্য আরও বেশি করে আশার আলো দেখিয়েছে।

রাকেশ মাইতি

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Howrah