রাকেশ মাইতি, হাওড়া: অকল্পনীয় ভাবনা, শিল্পীর হাতের জাদুতে বাড়িতে স্থান পেয়েছে প্রায় দেড়শো জন মনীষী ও মহাপুরুষের মূর্তি। ২৬ বছর আগে এই শিল্পকর্মের সূচনা।তারপর এক একটি মূর্তি গড়া। বর্তমানে শিল্পী শিব ঘোষের বসত বাড়িটি একটি আস্ত মিউজিয়াম। দুোতলা ঘর, বারান্দা, ছাদ সর্বত্রই ছড়িয়ে রাখা বিভিন্ন মডেল।
মডেল গুলি কোনওটি মাটির, কোনওটি ফাইবারের, আবার কোনওটি ধাতবের। তবে বেশিরভাগটুকুই ফাইবারের মূর্তি। একসঙ্গে এত মূর্তি দেখার সৌভাগ্য খুব কমই জোটে বলেই জানান তাঁর বাড়িতে আসা মানুষ। আশ্চর্যের বিষয় হল, এত শিল্পকর্ম একজন মানুষের দ্বারা কী করে সম্ভব! এ বিষয়টি বিশেষ করে ভাবিয়ে তোলে সকলকে।
আরও পড়ুন : লালপাহাড়ির দেশ থেকে না ফেরার দেশে, সম্পন্ন হল বিখ্যাত লোকশিল্পী সুভাষ চক্রবর্তীর শেষকৃত্য
হাওড়ার বি গার্ডেন এলাকার ঘোষ বাড়িতে পৌঁছলে এমনটাই মনে হবে। অসংখ্য বিশিষ্ট ব্যক্তি এসেছেন হাওড়ার ঘোষ বাড়িতে। শিল্পী শিব ঘোষ জানান, এখনও পরিকল্পনামতো মূর্তি গড়ার কাজ বাকি রয়েছে। তাঁর লক্ষ্য, এ ধরনের প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তির মূর্তি গড়া। এ সমস্ত মূর্তি তৈরি করে তার নিজের কাছেই রাখতে চান। আরও ৫০টি মূর্তি তৈরি করার কাজ বাকি রয়েছে বলে তিনি জানিয়েছেন।একাধারে দক্ষ শিল্পী। পাশাপাশি তিনি উচ্চশিক্ষিত। গৃহ শিক্ষকতা করেই তার সংসার চলে এবং মূর্তি তৈরি করার খরচও আসে সেখান থেকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই শৌখিনতা বজায় রাখতে চান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।