হোম /খবর /হাওড়া /
জনসমক্ষে একাধিক ছাগল মৃত্যু! জগৎবল্লভপুরে চাঞ্চল্য

Howrah News: জনসমক্ষে একাধিক ছাগল মৃত্যু! জগৎবল্লভপুরে চাঞ্চল্য

জনসমক্ষে ছটফট করতে করতে মারা পড়ল একের পর এক ছাগল

জনসমক্ষে ছটফট করতে করতে মারা পড়ল একের পর এক ছাগল

জনসমক্ষে ছটফট করতে করতে মারা পড়ল একের পর এক ছাগল। মানুষ নাহলেও প্রাণীগুলোর এই করুণ অবস্থা দেখে, অনেকেরই চোখ ছল ছল।

  • Local18
  • Last Updated :
  • Share this:

হাওড়া: জনসমক্ষে ছটফট করতে করতে মারা পড়ল একের পর এক ছাগল। হাওড়া জগৎবল্লভপুর মাজু গ্রামের ষষ্ঠী তলা এলাকার ঘটনা। ওই এলাকায় কৃষি কাজের পাশাপাশি পশু পালনের সঙ্গে যুক্ত কিছু পরিবার। হাঁস-মুরগির পাশাপাশি গরু ও ছাগল চাষ হয়।

তবে কালের নিয়মে অনেকটাই কমেছে পশু পালন। এখনও বেশ কিছু পরিবার পশু পালন করেন। মাজু ষষ্ঠী তলা ও পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ছাগল চাষের সঙ্গে যুক্ত। হাঁস-মুরগি চাষের ক্ষেত্রে অল্প সময়ের অপেক্ষা হলেও ছাগল চাষে টাকার মুখ দেখতে বেশ কিছুটা সময় লেগে যায়। দীর্ঘদিন লালন পালন করার পর তবে দুটো পয়সা মেলে। হঠাৎ ছাগল একের পর এক ছাগলের মৃত্যুতে মাথায় হাত পড়েছে গ্রামবাসীদের।

আরও পড়ুন: বিপজ্জনক স্কুল বিল্ডিং, গোবরডাঙায় প্রাণ হাতে করে চলছে পড়াশোনা

স্থানীয়রা মনে করছেন ঘটনাটি ইচ্ছাকৃত ভাবেই ঘটানো হয়েছে। কিছুদিন আগে একসঙ্গে ২টি কুকুরও একই ভাবে মারা যায়। ছাগল মালিকরা জানিয়েছেন, 'যদি কারো সমস্যা থাকত জানতে পারলে দড়ি বেঁধেই রাখতাম। কখনই ভাবিনি এভাবে নৃশংসভাবে মেরে দেবে।'

রাকেশ মাইতি

Published by:Anulekha Kar
First published:

Tags: Howrah