হাওড়া: দীর্ঘদিন বেহাল হাওড়া সাঁকরাইল ও মানিকপুরে অবস্থিত হুগলি নদীর উপর ঘাট। সাঁকরাইল ও তার পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ আসেন। দুর্গা পুজোর ভাসান, কালীপুজো, ছট পুজো বা সন্ন্যাস, তর্পণে অগণিত মানুষ আসেন। ঘাটের নিম্নাংশ ভয়ানক ভাবে ভেঙে পড়েছে, বলছেন স্থানীয় মানুষ। ছট পুজো এলে বালির বস্তা ফেলে মেরামতি করা হয়। তা সাময়িক, সারা বছরজুড়ে বহু মানুষ আসেন। একটু অসাবধান হলেই দুর্ঘটনার কবলে। স্থানীয় সূত্রে জানা যায় প্রাণহানির মত দুর্ঘটনাও ঘটেছে ঘাটে। যে কোনও সময়, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, জানাচ্ছেন স্থানীয় মানুষ।
এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য অসিত দে জানান, দীর্ঘদিন ভাঙা ঘাটের সমস্যা। সাঁকরাইল ও মানিকপুর ঘাট এই দুই ঘাট। ঘাট সারাই পিটিশনও করা হয়েছে পোর্ট ট্রাস্টে। জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত ও বিধায়ককেও। দুটি ঘাট মেরামতের আশ্বাস মিলেছে। প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলেই জানা গেছে। তবে কয়েক মাস কেটে গেলেও এখনও কাজ শুরু হয়নি। এমনটাই জানালেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।
আরও পড়ুন: বিপজ্জনক রাস্তায় বার বার দূর্ঘটনার কবলে এলাকাবাসী! হাওড়ার রাস্তার ভয়ঙ্কর দশা নিয়ে জানুন
আরও পড়ুন: পরকীয়ায় স্ত্রী, সন্দেহের বশেই ছক কষে খুন স্বামীর! বাগনানে অভিনেত্রী হত্যার কিনারা করল পুলিশ
তিনি এই ঘাটের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বলেন। দুর্গাপুজো বা কালীপুজোর ভাসান। ছট পুজো ও সন্ন্যাসে অগণিত মানুষ আসেন এই ঘাটে। সাঁকরাইল ব্লক ও তার পার্শ্ববর্তী ব্লক থেকেও বহু মানুষজন আসেন। পাশাপাশি তর্পণে প্রচুর মানুষের ভিড় জমে। সব মিলিয়ে সারা বছর বিভিন্ন আচার অনুষ্ঠানে অসংখ্য মানুষের সমাগম হয়। পাশাপাশি স্থানীয় বহু মানুষ নৃত্য প্রয়োজনে ঘাট ব্যবহার করে। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবী সাধারণ মানুষ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের।
রাকেশ মাইতিনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganga river, Howrah news