হোম /খবর /হাওড়া /
কৃষকের উন্নতির স্বার্থে প্রশিক্ষণ শিবিরের আয়োজন

Howrah News: কৃষকের উন্নতির স্বার্থে প্রশিক্ষণ শিবিরের আয়োজন

কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন,কৃষিজ পণ্য উৎপাদন করে আরও বেশি করে মুনাফা করতে পারবে কৃষকরা সেই সম্পর্কেই প্রশিক্ষণ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#হাওড়া: পশ্চিমবঙ্গ সরকার কৃষি দফতরেরঅধীনে বাগনান-১ নম্বর ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পশ্চিম বাইনান মৌজায় একটি কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যে কৃষি শিবিরে উপস্থিত ছিলেন বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা, বাগনান-১ পঞ্চায়েত সমিতির কৃষি আধিকারিক সহ কৃষি দফতরঅন্যান্য আধিকারিকগণ। মূলত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কি ভাবে কৃষি জাতীয় দ্রব্য উৎপাদন আরও বেশি করে করা যায়।

আরও পড়ুন: এই কৃষকদের পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে, আপনার নাম আছে কি না দেখে নিন!আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের গুরুত্বপূর্ণ নিয়মে বদল আনল সেবি, বিনিয়োগকারীদের যা জানতেই হবে!

পাশাপাশি কিভাবে কৃষিজ পণ্য উৎপাদন করে আরও বেশি করে মুনাফা করতে পারবে কৃষকরা সেই সম্পর্কেই প্রশিক্ষণ হয় এদিনের এই শিবিরে। আর এদিনের এই কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে ওই এলাকার কৃষক বন্ধুদের নিয়ে। আর এদিনের এই প্রশিক্ষনে উপস্থিত থেকে ব্লকের আধিকারিক রা কি পদ্ধতি অবলম্বন করলে কৃষি কাজে উন্নতি সাধন ঘটবে কৃষকদের সেই নিয়ে প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাইনান মৌজায়।

রাকেশ মাইতি

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Agriculture, Farmers