#হাওড়া: শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মদিন পালিত হল দেউল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে। দেউল গ্রামের এই আশ্রমে সারা বছরজুড়ে সামাজিক কর্মসূচি চলে। তার মধ্যে রয়েছে চক্ষুদান শিবির, মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার, বিভিন্ন প্রশিক্ষণ শিবির, যুব সমাজ বা ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনে অন্যান্য ভূমিকা-সহ নানা কিছু।
এ দিন শ্রী শ্রী সারদা মায়ের জন্মদিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার বাগনান দেউলগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান হল। সকালে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা দেখতে মানুষের ঢল রাস্তার মোড় মাথা ও রাস্তার ধারে। যা গোটা এলাকায় ভ্রমণ করে। যেখানে আশ্রমের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে। পড়ে শুরু হয় মূল অনুষ্ঠান। যেখানে মা সারদার বাণী পাঠ করেন মহারাজরা।
আরও পড়ুনঃ 'দুয়ারে কোল'! দুবরাজপুরের রহস্যজনক পোস্টার! কী বার্তা কাদের উদ্দেশ্যে! চাঞ্চল্য
ভোররাত থেকে শুরু হয় ভোগ তৈরি। জানা যায়, মা সারদার ১৭০ তম জন্মদিন উপলক্ষে এ দিন দুপুরে আশ্রম প্রাঙ্গণে প্রতি বছরের রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে অন্নকূট উৎসব। সূত্রের খবর, প্রায় ছ'হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন।
মূলত বছরের বিশেষ বিশেষ সময়ে এই আশ্রমে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। পাশাপাশি থাকে নানা প্রশিক্ষণেরও ব্যাবস্থা। আশ্রমের পক্ষ থেকে অর্ধেন্দু হালদার জানান, দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। সকলের সহযোগিতায় এই আশ্রমের পরিধি ও বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে নানা কর্মসূচিও বাড়ছে।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah