হুগলি: জুনিয়র মিস্টার ইন্ডিয়া এবং জুনিয়ার মিস্টার ইউনিভার্স বডিবিল্ডিং প্রতিযোগিতায় বিজয়ী হুগলির আরামবাগের ছেলে পার্থপ্রতিম মন্ডল। চলতি মাসের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত প্রতিযোগিতাটি আয়োজিত হয় মহারাষ্ট্রের পুনেতে। দুটি প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় ও ষষ্ঠ স্থান অর্জন করে বাংলা মুখ উজ্জ্বল করেছে সে। আরামবাগের শিলপাড়া বাসিন্দা পার্থপ্রতিম। ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখেছে ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আজও অনড় রয়েছে সে। জীবনের কঠিন সময়কে অতিক্রম করে নিজের সাফল্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ২২ বছরের তরুণ পার্থপ্রতিম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চাটার একাউন্ট পড়তে শুরু করেছিল পার্থ। কিন্তু করোনার কারণে পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় মনোনিবেশ করতে হয় তাকে। বাড়িতে মা ,বাবা ও বোন। সংসারের দায়িত্ব এখন অনেকটাই তার উপর। কিন্তু তারপরেও নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে সে। পার্থ নিজের শরীরচর্চার জন্য দিনে প্রায় ছয় ঘণ্টা সময় জিমে ব্যয় করে। সাফল্যের পর পার্থপ্রতিম জানায়, আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। সবে জুনিয়ার স্তরে সাফল্য পেয়েছে। আগামী দিনে সিনিয়র স্তরেও সাফল্যের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সে। পুনেতে আয়োজিত মিস্টার ইন্ডিয়া ও মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে তাকে কলকাতায় একটি সিলেকশন রাউন্ড ক্লিয়ার করতে হয়। রাজ্য থেকে অনেক প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে পুনেতে জাতীয় স্তরের প্রতিযোগিতা অংশগ্রহণ করে পার্থ। প্রথম দিন ছিল মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতা সেখানে দ্বিতীয় স্থান অর্জন করে সে। পরবর্তীতে ১৮ তারিখ জুনিয়ার মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।