Home /News /hooghly /
Hooghly: বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন হুগলিতে

Hooghly: বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন হুগলিতে

জেলা জুড়ে পালন হচ্ছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং এর উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে করা হচ্ছে সেমিনার।

 • Share this:

  #হুগলি : জেলা জুড়ে পালন হচ্ছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং এর উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে করা হচ্ছে সেমিনার। প্ল্যাকার্ড পোস্টারিং এর মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে কেন স্তন্যপান জরুরি। মাতৃদুগ্ধ একজন শিশুর প্রথম খাদ্য। মাতৃদুগ্ধ থেকে বেশি পুষ্টিকর একজন সদ্যোজাতর কাছের আর অন্য কিছু নয়। কিন্তু বর্তমানে শিশুদের বাজার থেকে কিনে আনা দুধ খাওয়ানোর প্রবণতা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। যা আদপে একজন শিশুর পক্ষে বিপদজনক। তাই চিকিৎসকদের পরামর্শ এক থেকে ছয় মাসের সদ্যজাত এর জন্য মাতৃদুগ্ধই শ্রেয়। প্রতি বছর পৃথিবীর ১২০টিরও বেশি দেশে ১ থেকে ৭ অগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। শিশুকে বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই কর্মসূচি। বুকের দুধ খাওয়ানোতে জোর দিতে, ১৯৯০ সালের অগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'এবং ইউনিসেফের যৌথ ঘোষণাকে সফল করতেই এই কর্মসূচি। সদ্যোজাতকে পুষ্টির জোগান দিতে বুকের দুধের কোনও বিকল্প নেই। তাই হু ছ’মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতেই বলে।

  এর পর দু’বছর বা তারও বেশি বয়স পর্যন্ত পরিপূরক খাদ্যের সঙ্গে নিয়মিত ভাবে বুকের দুধ খাওয়ানো যেতে পারে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূল মন্ত্র ছিল ‘স্তন্যপান‘ জীবনের লক্ষ্যে জয়সূচক গোল’। ২০২২ সালের স্তন্যপানসপ্তাহের থিম স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং।নবজাতক ও শিশুদের শারীরিক সংকট থেকে মুক্ত করে তাদের বাঁচিয়ে তোলা এবং তাদের স্বাস্থ্য ও শরীরের উন্নতির জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তার উপর জোর দিতেই এই কর্মসূচি।

  আরও পড়ুনঃ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চারটি পদক হুগলির মেয়ের

  জরুরি শারীরিক সংকটে শিশুরাই সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ে। এরও মধ্যে আরও বেশি সমস্যায় পড়ে নবজাতকরা। এমনকী ডাইরিয়া এবং নিউমোনিয়ায় মৃত্যুও হতে পারে। শারীরিক সংকটে মায়ের দুধই খাওয়ানো উচিত। এ সময়ে মায়ের দুধের বিকল্প কিছু অপরিমিত পরিমাণে একেবারেই খাওয়ানো উচিত নয়। এতে মায়ের দুধের উপকারিতাকে উপেক্ষা করা হয়। শিশুদের জরুরি শারীরিক সংকট মোকাবিলার প্রস্তুতির অঙ্গ হিসাবে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত নার্স বা স্বাস্থ্যকর্মী থাকা উচিত, যারা মাকে বুকের দুধ খাওয়ানোয় সাহায্য করতে পারে।

  আরও পড়ুনঃ মিলন মাঝির পর আবারও পায়ে হেঁটে লাদাখ! রওনা দিলেন প্রসেনজিৎ পাল

  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্দেশ্য:

  বিশ্বব্যাপী সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি নির্ধারিত হয়েছে, সে ব্যাপারে এবং এর সঙ্গে নবজাতক ও শিশুদের স্তন্যপান করানোর কী সম্পর্ক সে বিষয়ে অবহিত করা। স্তন্যপান করানোর ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে এবং কতটা ফারাক আছে তা সূচিত করা। স্তন্যপানে উৎসাহ দেওয়ার কর্মসূচিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করা। আজকের পরিবর্তিত বিশ্বে মাতৃদুগ্ধের প্রাসঙ্গিকতা সম্পর্কে তরুণ-তরুণীদের মধ্যে আগ্রহ জাগানো।

  Rahi Haldar
  Published by:Soumabrata Ghosh
  First published:

  Tags: Hooghly

  পরবর্তী খবর