হোম /খবর /হুগলি /
একটা ফোন করুন, বাড়িতেই পৌঁছবে পান-সম্ভার! দাম শুনলে বারবার ফোন করতে ইচ্ছে করবে

West Bengal News: একটা ফোন করুন, বাড়িতেই পৌঁছবে পান-সম্ভার! দাম শুনলে বারবার ফোন করতে ইচ্ছে করবে

X
অবাক [object Object]

West Bengal News: এক ফোনেই বাড়িতে পৌঁছে যাচ্ছে  ১০টাকায় ৫টি মিষ্টিপান।

  • Share this:

গোঘাট, হুগলি: এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু'টাকায়। অর্থাৎ দশ টাকায় পাঁচটা পান। এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোঘাট ও আরামবাগে। শুধু তাই নয় ফোন করলেই আরামবাগ শহর থেকে ১২ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছে এই মিষ্টি পান। তার জন্য চারটি ছেলে একটি বাইক ও একটি টোটো নিয়ে সবসময় তৈরি রয়েছে। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের 'গাঙ্গুলি পান স্টল'-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলীর। এদিনই তাঁর পান ব্যবসার পাঁচ বছর পূর্ণ হল।

আর এই প্রতিষ্ঠানের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে সোমবার থেকে আগামী সাতদিন তিনি মাত্র দু টাকায় বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকলেট পান সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজনদের মধ্যে এখন খুশির হাওয়া।

আরও পড়ুন: লটারি কাটেন নিয়মিত? কী পরিণতি হতে পারে, করিমপুরের ঘটনা শুনলে ভয়ে কাঁপবেন, সব শেষ হয়ে গেল

এই বিষয়ে দিগম্বরবাবুর বলেন আমি ছোট ব্যবসায়ী। সকলকে মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই। তাই পান খায়িয়েই সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনি বলেন সাত দিন ধরে চলবে এই পরিষেবা।

আরও পড়ুন: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯‍% মানুষ জানেন না

অন্যদিকে এক ব্যক্তি জানান বর্তমান দিনে সত্যিই আশ্চর্যজনক বিষয়। তিনি বলেন দু টাকায় পান পাওয়া যাচ্ছে বলে জানা। দিগম্বর বাবুকে এলাকার মানুষজন প্রশংসনীয় জানাছেন।

---Suvojit Ghosh

Published by:Suman Biswas
First published:

Tags: South Bengal, West Bengal news