হোম /খবর /হুগলি /
জলের দাবিতে খালি বালতি নিয়ে বিক্ষোভ! প্রধানের দাবি, ভাবমূর্তি নষ্টের চক্রান্ত

Hooghly News: জলের দাবিতে খালি বালতি নিয়ে বিক্ষোভ! প্রধানের দাবি, ভাবমূর্তি নষ্ট করতে ভাঙা হয়েছে কল

X
title=

খালি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হুগলি: গরম পড়তেই রাজ্যের নানান জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। ধৈর্য নিয়ে বহু জায়গায় মানুষ ক্ষোভ-বিক্ষোভ‌ও জানাচ্ছে। মঙ্গলবার খানাকুলে তেমনই দৃশ্য দেখা গেল। খালি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: একাধিক দাবিতে স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষকদের বিক্ষোভ

ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের উত্তর ঘোষপুর খালধার এলাকায়। ওই এলাকার ৫০-৬০টি পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে তাঁরা পাশের গ্রাম রঘুনাথপুর থেকে পানীয় জল নিয়ে আসছেন। আর কতদিন তাঁদের এই দুর্ভোগ পোহাতে হবে সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান হায়দার আলি।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর পঞ্চায়েত প্রধান গোটা এলাকা ঘুরে দেখেন। পরে তিনি দাবি করেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই এলাকায় জলের সঙ্কট তৈরি করা হয়েছে। মাত্র দু-তিনদিন আগেই ওই গ্রামের কল মেরামত করা হয়েছিল বলে জানান প্রধান। ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতকে কালিমালিপ্ত করতে কলটিকে ভেঙে দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের দাবি। তবুও পুনরায় সেটি মেরামত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।

শুভজিৎ ঘোষ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Agitation, Drinking Water, Hooghly news, Khanakul, Protest, Water Crisis