হুগলি: হুগলির বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে সাফাই কর্মীদের সম্মান জানাতে তাদের ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন মডেল। কোথাও তৈরি হয়েছে কোদাল, বেলচা দিয়ে মিকি মাউস কোথাও বা সাফাই কর্মীদের ভ্যানের চাকা দিয়ে কামান। হেসো কোদাল দিয়ে তৈরি হয়েছে বসার জায়গা। অভিনব এই উদ্যোগের পিছনে রয়েছেন বৈদ্যবাটির পৌরসভার কর্মীবৃন্দ ও কনজারভেটিভ ডিপার্টমেন্টের সদস্যরা।
বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে আগেই চালু করা হয়েছিল কঠিন বজ্র পদার্থ ও পচনশীল বজ্র পদার্থ থেকে রিসানলিং এর মাধ্যমে সার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি সংস্থা। এই কাজের যাদের মারফত সম্ভব হয় তারা হলেন পৌরসভার সাফাই কর্মীরা। প্রতিদিন নোংরা আবর্জনা ঘেঁটে শহরকে পরিষ্কার রেখে চলেছেন তাঁরা। এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে তাঁদেরকে সম্মান জানানোর জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত। যা দেখে ইতিমধ্যেই সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।
আরও পড়ুন: তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্যকে স্বীকৃতি, চালু বিশেষ পোস্টাল খাম ও স্ট্যাম্প
এই বিষয়ে চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, সাফাই কর্মীদের বাতিল যন্ত্রপাতি যা স্ক্রাব মেটেরিয়াল হিসেবে বিক্রি করে দেওয়া হতো, তার বদলে সেই সমস্ত জিনিসদের দিয়েই তৈরি করা হয়েছে কোথাও মিকি মাউস কোথাও বসার সিট কোথাও বা অন্যান্য কিছু। একই সঙ্গে সারা বাংলাব্যাপী চালু করা হয়েছে একটি বিশেষ অ্যাপ। যার মাধ্যমে কোথাও শহরের ময়লা আবর্জনা পড়ে থাকলে শহরের নাগরিকরা সেই অ্যাপ মারফত খবর দিলে সাফাই কর্মীরা শীঘ্রই পৌঁছে যাবেন সেই জায়গায়। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বাতিল ফেলে দেওয়ার জিনিসপত্র সমস্ত কিছুই যে প্রয়োজনীয় তা তুলে ধরতে তাঁর এই বিশেষ উদ্যোগ।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly