আরামবাগ: সারা রাজ্যের পাশাপাশি হুগলির আরামবাগেও তীব্র তাবদাহ চলছে। তীব্র তাবদহের জন্য বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। মঙ্গলবার সেই ছবি দেখা গেল আরামবাগ ব্লকের গড়বাড়ি ও ডিবায়রা গ্ৰামে। এখানকার মানুষেরা বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছে। স্থানীয়দের অভিযোগ পানীয় জলের সংকটের কথা প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
বার বার বলা সত্ত্বেও গ্ৰামবাসীরা পানীয় জল না পেয়ে এদিন চাঁপাডাঙ্গা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করলেন। পানীয় জলের দাবিতে এ দিন দুটি গ্রামের বহু মানুষ অবরোধে সামিল হন। এলাকায় যে পিএইচই প্রকল্প আছে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ পানীয় জল গ্ৰামের মানুষেরা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এমনকি তারা ব্লক প্রাশাসন ও পিএইচই দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং তাঁরা অবরোধ তুলে নেয়। বেশ কিছুক্ষণ পরে চলে অবরোধটি। দু’দিক থেকে আসা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্ৰামবাসীদের দাবি দুটি গ্ৰামে পানীয় জলের ব্যবস্থা দ্রুত করে দেওয়া হোক। তা না হলে আগামী দিনে গ্ৰামবাসীরা পানীয় জলের দাবিতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news