হুগলি: চুঁচুড়ায় এক পুলিস কর্মীর রহস্য মৃত্যু। গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই পুলিস কর্মীর। মৃত ওই ব্যক্তির নাম রবি পাত্র। বছর ৫৮-র ওই পুলিশ কর্মী কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রবিবার রাতে চুঁচুড়ায় রেজিস্ট্রি অফিসের উল্টোদিকে এক বন্ধ দোকান থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিস সূত্রে খবর , রবি পাত্র নামের ওই মৃত পুলিস কর্মীর বাড়ি বর্ধমানের ভাতারে। চন্দননগর পুলিশের কনস্টেবল পদে চাকরি করেতেন। হুগলি জেলা আদালতে দীর্ঘদিন ধরে পোস্টিং ছিলেন। সম্প্রতি তাকে ক্লোজ করা হয় পুলিশ লাইনে।
আরও পড়ুন- ফের মহামারীর আশঙ্কা! ভয়ঙ্কর লাম্পি ভাইরাসে আক্রান্ত হচ্ছে গবাদি পশুজেলা রেজিস্ট্রি অফিসের পাশেই পুলিশ ব্যারাকে থাকতেন তিনি। তার সহকর্মীরা জানিয়েছন, কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পুলিশ কর্মী। রবিবার সন্ধ্যায় রেজিস্ট্রি অফিসের উল্টোদিকে একটি দোকানে চালার বাঁশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন- সংকটের মুখে জীবন-জীবিকা! ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররাচুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় দেহ ময়না তদন্তে জন্য। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়।এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, চুঁচুড়ায় দীর্ঘদিন ধরে পুলিশ ব্যারাক আছে, সেই ব্যারাকে থাকতেন পুলিশ কর্মী।সন্ধ্যার পর তার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। তার মানসিক অবসাদ ছিল বলে জানা গেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর থেকেই ওয়াকিবহল মহল একটি প্রশ্ন তুলেছেন পুলিশের শারীরিক স্বাস্থের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও কী ভাবে চাঙ্গা রাখা যায় তা দেখা দরকার। তাদের বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে বার বার পুলিশের আত্মহত্যা চিন্তায় ফেলেছে পুলিশের মানসিক স্বাস্থ্যর অবনতি নিয়ে। তবে খুন না আত্মহত্যা সে বিষয়ে খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের পুলিশরা।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news