হুগলি: রাজ্য বিজেপির আরামবাগ শাখা কমিটির উদ্যোগে সোমবার পালন করা হলো স্বচ্ছ ভারত অভিযান। রেল স্টেশন থেকে মন্দির চত্বর সর্বত্রই ঝাঁটা-কোদাল হাতে পরিষ্কার করতে দেখা গেল গেরুয়া সমর্থকদের।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্যরা স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করলেন৷ এদিন সকাল থেকেই স্থানীয় কর্মী-সমর্থকরা আরামবাগ স্টেশন চত্বর পরিষ্কার করেন৷ স্টেশনের পার্শবর্তী রাস্তায় ঝাঁটা হাতে সাফাই অভিযান চালান তাঁরা। স্টেশনের ভেতরে শৌচালয় গুলিতে ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণু মুক্ত করতে দেখা যায় কর্মীদের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় টুইট করে বলেন, 'একটি দেশের উন্নয়নে গণ অংশগ্রহণ কীভাবে নতুন শক্তিতে ভরিয়ে দিতে পারে স্বচ্ছ ভারত অভিযান তার প্রত্যক্ষ প্রমাণ। শৌচালয় নির্মাণ হোক বা বর্জ্য পদার্থ অপসারণ হোক, ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা হোক বা পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, সব ক্ষেত্রেই দেশ আজ নতুন গল্প লিখছে।' তারপর থেকেই নিজ নিজ এলাকা পরিষ্কার করতে উদ্যোগী জেলা বিজেপির নেতা ও কর্মীরা। প্রধানমন্ত্রীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেনআরামবাগ বিজেপির জেলা কমিটির সদস্যরা। আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলা কমিটির এক সদস্য বলেন, তীব্র গরমের মধ্যেও সকাল থেকে বিজেপি কর্মী ও সদস্যরা আরামবাগকে পরিস্কার করতে উদ্যোগী হয়েছেন। এই স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে এলাকার বাসিন্দাদের কাছে এই বার্তা আমরা তুলে দিতে চাই যে, স্বচ্ছতা কতটা প্রয়োজন। গোটা দিন ব্যাপী বিজেপির এই কর্মসূচি চলবে সেখানে রেল স্টেশন থেকে শুরু করে মন্দির, মনীষীদের মূর্তি সবই তারা পরিষ্কার করবেন বলে জানালেন তিঁনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।