হোম /খবর /হুগলি /
স্কুলের পোশাক তৈরি করে বিপুল টাকা আয় করছেন মহিলারা

Hooghly News: স্কুলের পোশাক তৈরি করে বিপুল টাকা আয় করছেন মহিলারা

X
title=

স্কুলে পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আরামবাগ: স্কুলে পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হুগলি জেলার আরামবাগের মায়াপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়িতে কাজকর্ম সেরে স্কুলের পোশাক তৈরি করে একদিকে রোজগারের পথ অন্যদিকে সাবলম্বী হতে পারছে মহিলারা।তারা নিজের কাজ সেরে পঞ্চায়েতে এসে হাতে কাটিং থেকে মাপ সমস্তটাই করছে। জানা যায় পঞ্চায়েত এবং বিডিও সহযোগিতায় তারা রোজগারের পথ দেখছে। এই কাজে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েতেকে।

স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান বাড়িতে কাজকর্ম সেরে যেটুকু সময় পায় পঞ্চায়েতে এসে স্কুলের পোশাক তৈরি করে যখন রোজগার আসে। প্রায় এক বছর ধরে আমরা এই কাজ করছি। পোশাক তৈরি এত পরিমানের বেড়েছে এবং রোজগারও ভালোই বেড়েছে বলে জানান। তিনি বলেন এভাবে যদি আস্তে আস্তে চাহিদা বাড়ে তাহলে সাবলম্বী হতে পারবে।তারা বলেন পাশাপাশি আরো পাঁচটি মহিলা এই কাজে যুক্ত হয়ে তারাও স্বনির্ভর হতে পারবে বলে জানিয়েছেন। রোজকারের পথ দেখানোর জন্য পঞ্চায়েতকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষীরা, কীভাবে চলছে ব্যবসা? জানুনআরও পড়ুন: মার্চে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১২ দিন, তারিখ জেনে নিয়ে মিটিয়ে নিন ব্যাঙ্কের কাজ

এই বিষয়ে মায়াপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক সাঁতরা বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারের মাধ্যমে পোশাক থেকে শুরু করে বিভিন্ন কাজ তারা করছে,যার ফলে মহিলারা নিজে নিজে সাবলম্বী হতে পারছে।তিনি বলেন পোশাক তৈরি করার জন্য বিভিন্ন জিনিস পঞ্চায়েত এবং বিডিও থেকে সহযোগিতা করা হয়েছে।মহিলারা রোজগার করে নিজেদের পায়ে দাঁড়বে এটাইসরকারের লক্ষ্য।

Suvojit Ghosh

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Hooghly news