হুগলি: বেপরোয়া গতিতে চালানো অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ তরফদার। এদিন বিকালে কোন্নগরের একের পল্লী এলাকায় পুজোর নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন তখনই ঘটে দুর্ঘটনা। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক প্রসাদ পলতাকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, প্রতিবেশীর বাড়ি অন্নপূর্ণা পুজোর ভোগ খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে রোগী সমেত আসা একটি অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন৷ পরে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মদ্যপ অবস্থায় ওই অ্যাম্বুল্যান্স ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। উত্তরপাড়া থানার পুলিশ ড্রাইভারকে গ্রেফতার করে।মৃত রবীন্দ্রনাথ তরফদারের মেয়ে রঞ্জিতা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন মদ্যপ ড্রাইভার অ্যাম্বুল্যান্সের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন? দোষীর জাতের যথাযথ শাস্তি হয় তার জন্য উত্তরপাড়া থানার দ্বারস্থ হন।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident