হোম /খবর /হুগলি /
মর্মান্তিক! হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মৃত শ্রমিক, আহত ৩

Hooghly News: মর্মান্তিক! হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মৃত শ্রমিক, আহত ৩

X
ইলেকট্রিক [object Object]

Hooghly News: স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার বৈঁচি বোরাগরি এলাকার মাঠে বিদ্যুতের খুঁটি বদল করার কাজ করছিলেন ঠিকাদাড়ি শ্রমিকরা। সেই সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন কয়েকজন।

  • Share this:

    হুগলি: হাই টেনশন বিদ্যুতের লাইনে মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ঠিকাদারি শ্রমিকের। আহত আরও তিনজন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈঁচি বোরাগরি এলাকায়। মঙ্গলবার দুপুরে মেরামতির কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার বৈঁচি বোরাগরি এলাকার মাঠে বিদ্যুতের খুঁটি বদল করার কাজ করছিলেন ঠিকাদাড়ি শ্রমিকরা। সেই সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন কয়েকজন। আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ এবং এসিডিসিএল-এর আধিকারিকরা।

    আরও পড়ুন- মার্চের প্রথম দিন থেকে পুড়বে চামড়া! চার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা

    আরও পড়ুন- দাউদাউ করে জ্বলছে মাইলের পর মাইল জমি, পুড়ে ছাই জঙ্গল, মেদিনীপুরে ভয়াবহ কাণ্ড

     ঘটনার প্রত্যক্ষদর্শী কালিপদ হেমব্রেম, আরতি হাঁসদারা বলেন, "কাঠের খুঁটির বদলে সিমেন্টের খুঁটি বসানোর কাজ করছিলেন ছয়জন ঠিকা শ্রমিক। কাঠের খুঁটিতে বাঁধা কেবল ছিঁড়ে এগারো হাজার ভল্টের তারে জড়িয়ে যায়। বিদ্যুতের খু্ঁটিতে তখন তিনজন কাজ করছিল। তারা বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি আমরা।"

    রাহী হালদার

    First published:

    Tags: Hooghly, Hooghly news